scorecardresearch
 

Jeetu Kamal: বাবার সাইকেলে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যেতেন, ফেসবুকে স্মৃতিমেদুর জীতু

পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষা। যত ভয় তাঁদের। তার থেকে দ্বিগুণ দুশ্চিন্তা অভিভাবকদের। সন্তানের পরীক্ষার ফলাফল তাঁদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। পাশাপাশি মা-বাবাদেরও গর্ব! বাংলার তারকারাও এক সময় এই পর্ব পেরিয়ে এসেছেন। অপরাজিত খ্যাত জীতু কমল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে গেলেন তাঁর কৈশোরকালের স্মৃতিতে।

Advertisement
অভিনেতা জীতু কমল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম অভিনেতা জীতু কমল ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষা।
  • তার থেকে দ্বিগুণ দুশ্চিন্তা অভিভাবকদের।
  • সন্তানের পরীক্ষার ফলাফল তাঁদের ভবিষ্যৎ ঠিক করে দেবে

পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষা। যত ভয় তাঁদের। তার থেকে দ্বিগুণ দুশ্চিন্তা অভিভাবকদের। সন্তানের পরীক্ষার ফলাফল তাঁদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। পাশাপাশি মা-বাবাদেরও গর্ব! বাংলার তারকারাও এক সময় এই পর্ব পেরিয়ে এসেছেন। অপরাজিত খ্যাত জীতু কমল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে গেলেন তাঁর কৈশোরকালের স্মৃতিতে। 

জীতু কমলের ফেসবুক পোস্ট
জীতু কমল তাঁর ফেসবুক পেজে পোস্ট দিয়ে ফিরে গেলেন ১৯ বছর আগের স্মৃতিতে। বড় পর্দার ‘সত্যজিৎ রায়’ নিজের জীবনের প্রথম পরীক্ষার কথা বলেছেন। জীবন নিয়ে নিজের ভাবনাও প্রকাশ করেছেন। তাই জানিয়েছেন শুভেচ্ছা। কী লিখলেন অভিনেতা জীতু কমল? অভিনেতা বলেছেন, "আজ হতে ঠিক ১৯ বছর আগে,হ্যাঁ ১৯ বছর আগে। দেশবন্ধু গভর্মেন্ট হাই স্কুলের তিন তলার সাত নম্বর রুমের চতুর্থ বেঞ্চের ডান দিকে রোল B539××, নং 038× লেখা। ওটাই ছিল আমার সিট। বাবা আমাকে সাইকেলে করে ছাড়তে এসেছিল পরীক্ষা কেন্দ্রে। চোখে অনেক স্বপ্ন, জীবনে প্রথমবার বড় পরীক্ষা। না না না, এই সব কোনও কিছুই মাথায় আসেনি। খুব সহজ-সরল বিশ্বাসে আর দশটা পরীক্ষার মতোই আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়া। আজও সেই মানসিকতা পাল্টাতে পারিনি। বড় কাজ, ছোট কাজ কিছুই মাথায় আসে না। ভাল করে প্রদেয় কাজটা করতে পারছি কি না, সেটাই মাথায় ঘোরে সর্বদা। কে ল্যাং মারছে, কে ফুটেজ নিয়ে নিচ্ছে, কে সিন কেটে দিচ্ছে, কে ডাবিং করতে দিচ্ছে না, কে শুধুই ব্যবহার করে চলেছে, এই সব কিচ্ছু প্রশ্রয় পায়নি আমার কাছে। ঠিক মতো শুধু কাজটুকু করতে পারব কি না, সেটাই আজও আমাকে বিগত ১৯ বছর আগের মতো রাতের ঘুম কেড়ে নেয়। আনুমানিক ৬,৯৮,৬২৮ জন পরীক্ষার্থীকে শুভ কামনা। ভাল হোক আগামী জীবন। বুদ্ধিদীপ্ত হও।"

Advertisement

 

আরও পড়ুন: 'একেনবাবু'র নয়নমণি তো খুকু, বাস্তবে অনির্বাণ কি বিবাহিত?

জীতুর অনুপ্রেরণামূলক পোস্ট
ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষার নাম মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল প্রথমদিনের পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। পরিসংখ্যান বলছে, ছাত্রদের থেকে এবার ছাত্রীদের সংখ্যা বেশি। সে যাই হোক, মাধ্যমিক পরীক্ষা বলে কথা। হাতের তালু ঘেমে যাওয়ার মতো টেনশন করার সময়। আর এই সময়ে যদি জীতু কমলের মতো অভিনেতার থেকে এরকম শুভেচ্ছা পাওয়া যায় তবে তো মনোবল বাড়বে বই কমবে না। 

আরও পড়ুন: Jeetu Kamal celebrated Kiss Day: নবনীতার ঠোঁটে সিক্ত চুমু, KISS DAY উদযাপন টলিউডের জিতুর


সত্যজিৎ রায়ের ভূমিকায় জীতু কমল
জীতু কমল এখন বাংলার সেই অভিনেতা যাঁর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে সত্যজিৎ রায়ের নাম। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে জীতুকে দেখা যায় সত্যজিতের আদলে তৈরি অপরাজিত রায়ের চরিত্রে। অস্কারজয়ী পরিচালকের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির কাহিনি বর্ণনা করেছি ‘অপরাজিত’।

   

Advertisement