scorecardresearch
 

"সৌমিত্র কাকুর থেকে অনেক আদরের স্পর্শ পেয়েছি", আবেগপ্রবণ ঋতুপর্ণা

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। রবিবার দুপুর ১২. ১৫ নাগাদ দীর্ঘ লড়াইয়ের পর বেলেভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু চলচ্চিত্র নয়, গোটা সংস্কৃতি জগতে। ক্যারিয়ারের শুরুতে প্রায় ২৫- ২৬ বছর আগে থেকে প্রবীণ অভিনেতা থেকে অনেক কিছু শিখে এগিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বর্ষীয়ান অভিনেতা মৃত্যুতে আবেগপ্রবণ অভিনেত্রী স্মৃতিচারণ করলেন তাঁর 'সৌমিত্র কাকু-'র। 

Advertisement
"সৌমিত্র কাকুর থেকে অনেক আদরের স্পর্শ পেয়েছি", আবেগপ্রবণ ঋতুপর্ণা "সৌমিত্র কাকুর থেকে অনেক আদরের স্পর্শ পেয়েছি", আবেগপ্রবণ ঋতুপর্ণা
হাইলাইটস
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
  • তাঁর মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা শিল্পীমহল।
  • সৌমিত্রের প্রয়াণে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন তাঁর প্রতিক্রিয়া।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। রবিবার দুপুর ১২. ১৫ নাগাদ দীর্ঘ লড়াইয়ের পর বেলেভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু চলচ্চিত্র নয়, গোটা সংস্কৃতি জগতে। ক্যারিয়ারের শুরুতে প্রায় ২৫- ২৬ বছর আগে থেকে প্রবীণ অভিনেতা থেকে অনেক কিছু শিখে এগিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বর্ষীয়ান অভিনেতা মৃত্যুতে আবেগপ্রবণ অভিনেত্রী স্মৃতিচারণ করলেন তাঁর 'সৌমিত্র কাকু-'র। 

"যখন খুব কাছের মানুষ চলে যায়, মানুষ কিংকর্তব্যবিমুঢ় হয়ে যায়। জানেনা কী করবে, কী বলবে। আমারও অবস্থা ঠিক ওরকমই। বুঝতে পারছি না, কী বলবো এই মুহূর্তে। সৌমিত্র কাকু অসুস্থ ছিলেন বলে মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল। ওঁনার জীবনে এর আগেও অনেকবার অসুস্থ হয়েছিলেন। কিন্তু বারবারই আমাদেরকে হাসিয়ে উনি ফিরে এসেছিলেন। আগে কখনও নিরাশ করেননি। কিন্তু আজকে একেবারে নিরাশ হয়ে গেলাম‌। প্রায় ২৫-২৬ বছর আগে যখন অভিনয় করতে এলাম, সেদিন থেকেই সৌমিত্র কাকুর আদরের স্পর্শ পেয়েছি। এত ভালোবাসা, এত আবেগ, এত শিক্ষা জানিনা খুব একটা অন্য কারো কাছে পেয়েছি কিনা। কত বছর ধরে দেখেছি সৌমিত্র কাকুকে।"

ঋতুপর্ণা আরও বলেছেন, "আমি প্রথমে যখন নিউ কামার হিসেবে আসি, ওনার সঙ্গে ভয়ে ভয়ে অভিনয় করতাম। শুরুটা মনে আছে 'শ্বেত পাথরের থালা'-র সঙ্গে আরেকটি ছবি করেছিলাম 'শেষ চিঠি' বলে, তনুজা আন্টি সৌমিত্র কাকুর সঙ্গে। যার পরিচালক ছিলেন শিশির মজুমদার, এটায় আমার জন্যে একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। পরবর্তীকালে যখন আরও অনেক কাজ করেছি ওঁনার সঙ্গে আমি। মাঝে মাঝে ওঁনাকে বলতাম, এত হ্যান্ডসাম ম্যান আমি আমার জীবনে কখনও দেখিনি। আর যেহেতু উনি রঙিন শার্ট পরতেন আমি মজা করে বলতাম, এটা তোমার কোন গার্লফ্রেন্ড দিয়েছে। উনিও মজা করে বলতেন দেখো এটা জার্মানি থেকে আমার গার্লফ্রেন্ড পাঠিয়েছে। আমাদের এইরকম একটা সম্পর্ক ছিল। সব সময় কত কিছু নিয়ে  আলোচনা করতেন, সেখান থেকে অনেক কিছু জানতে পারতাম। দরাজ গলায় তিনি কবিতা বলতেন। 

Advertisement

কিছুদিন আগে যখন আমরা 'বসু পরিবার'- র শ্যুটিং করছিলাম, আমি, অপর্ণা সেন, সৌমিত্র কাকু, তখন ওঁনাদের দুজনের কথোপকথনের অবাক হয়ে শুনছিলাম। কেউ জীবনানন্দ তো কেউ রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছেন। ওঁনার সঙ্গে এত স্মৃতি আছে যে কোনটা বলবো বুঝতে পারছি না,নক্ষত্র পতন তো বটেই।

আবেগপ্রবণ গলায় ঋতুপর্ণা বললেল, " 'আরোহন', 'পারমিতার একদিন', 'বেলা শেষে'। 'বেলা শুরু' ছবিটা অবশ্যই কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সেখানেও আমার আর সৌমিত্র কাকুর সেই সিনটা আশা করি বাংলা সিনেমায় ইতিহাসে নজির হয়ে থাকবে।"

অভিনেত্রী বললেন, "আন্তর্জাতিক মাপের একজন অভিনেতা যিনি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন। তবু বাংলার কৃষ্টি, বাঙালির প্রেম, গর্ব, কবিতা, বাংলা ভাষা সব কিছুকে আঁকড়ে ছিলেন সৌমিত্র কাকু। বাংলা ভাষার চির উত্তরণের জায়গায় উনি দেখিয়ে দিয়ে গেছেন যে বাংলা ভাষাকে কোথায় পৌঁছে নিয়ে যাওয়া যায়। তাঁর কবিতায়, তাঁর কথায়, লেখায় ছবিতে, অভিনয়ে, সব কিছু দিয়ে। মাথায় হাত রেখে যখন উনি আশীর্বাদ করতেন তখন সেটা ফিল করতে পারতাম‌ যে ঈশ্বরের মতো একজন ব্যক্তিত্ব আশীর্বাদ করছেন।" 

বর্ষীয়ান অভিনেতা জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, "তুমি যেখানেই থাকো ভালো থেকো। অনেক কষ্ট পেয়ে চলে গেলে, তোমার সব কষ্ট যেন দূর হয়ে যায়।" 

 প্রসঙ্গত 'বেলা শেষে' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন ঋতুপর্ণা। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। পরিবারকেন্দ্রিক এই ছবিটি বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছিল। ২০১৬ সালে 'প্রাক্তন' ও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'বসু পরিবার'- তেও কাজ করেছিলেন ঋতুপর্ণা। ছবিগুলি দর্শকদের মন কেড়েছিল যথেষ্ট। এরপর সকলে অপেক্ষা করছিলেন 'বেলা শুরু' ছবির। আশা করা যায় খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে ছবিটি।

Advertisement