scorecardresearch
 

Corona LIVE: অক্সিজেনের অপেক্ষায় মহারাষ্ট্রে হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু রোগীর

করোনা (Corona) আতঙ্ক গ্রাস করেছে প্রায় গোটা দেশকে। মঙ্গলবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মানুষকে আরও বেশি করে সচেতন থাকার বার্তা দেন তিনি। একইসঙ্গে রাজ্যগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন, লকডাউনকে যেন একদম শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।  

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দেশে বিপদ বাড়াচ্ছে করোনা
  • জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোদী
  • করোনার সমস্ত খবর একনজরে
  • অক্সিজেন সঙ্কট মারাত্মক আকার ধারন করছে। মহারাষ্ট্রে অক্সিজেনের অপেক্ষায় সরকারি হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু রোগীর। মৃতের নাম অরুণ মালি।
  • করোনাকালে দেশে একদিকে অক্সিজেনের আকাল। অন্যদিকে নাসিকে জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিক। ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিলেন ১৭১ জন রোগী। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
  • করোনায় আক্রান্ত হওয়ার পর প্রয়াত কবি শঙ্খ ঘোষ। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল ও তাঁর গুনমুগ্ধরা। 
  • গতবছর এপ্রিল থেকে এই বছর জানুয়ারি পর্যন্ত দেশ থেকে প্রায় দ্বিগুণ হয়েছে অক্সিজেনরফতানি হয়েছে। প্রায় ৯,৩০১ টনে পৌঁছেছে রফতানির পরিমান।
  • দিল্লিতে অক্সিজেনের আকাল। স্বাস্থ্যমন্ত্রীর ফোনের পর জিটিবি হাসপাতালে পৌঁছাল অক্সিজেন ট্যাঙ্কার। বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০০-র বেশি রোগী। 
  • বাংলায় হু হু করে বাড়ছে করোনা। রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৯,৮১৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬,৭৮,১৭২। একদিন মৃত্যু হয়েছে ৪৬ জনের। যার জেরে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০,৬৫২।
  • ১ মে থেকে ১৮ বছরের ওপরে সবাইকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। আর এই ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। প্রসঙ্গে এর আঘে ১ মে থেকে ১৮ বছরের ওপরে টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকারও। 
  • ১১ এপ্রিল পর্যন্ত গোটা দেশে নষ্ট হয়েছে মোট ৪৪ লক্ষ ভ্যাকসিন ডোজ। সবথেকে বেশি পরিমাণ টিকা নষ্ট হয়েছে তামিলনাড়ু এবং হরিয়ানায়। তামিলনাড়ুতে টিকার ১২ শতাংশ ডোজ নষ্ট হয়েছে। হরিয়ানায় নষ্ট হয়েছে ৯ শতাংশ ডোজ।

করোনা (Corona) আতঙ্ক গ্রাস করেছে প্রায় গোটা দেশকে। মঙ্গলবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মানুষকে আরও বেশি করে সচেতন থাকার বার্তা দেন তিনি। একইসঙ্গে রাজ্যগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন, লকডাউনকে যেন একদম শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।  

Advertisement

Advertisement