scorecardresearch
 

Corona LIVE: আরও কড়াকড়ি UP-তে, প্রকাশ্যে থুতু ফেললে দিতে হবে জরিমানা

সোমবার রাত ১০টা থেকে দিল্লিতে জারি হয়েছে লকডাউন। চলবে আগামী ২৬ তারিখ ভোর ৫টা পর্যন্ত। এদিকে লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকদের সেই পুরনো ছবিটা আরও একবার উঠে এল। আনন্দ বিহার ও কৌশাম্বী বাস স্ট্য়ান্ডে দেখা গেল বাড়ি ফেরার জন্য পরিযায়ী শ্রমিকদের ভিড়।

Advertisement
যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ
হাইলাইটস
  • বিপদ বাড়াচ্ছে করোনা
  • দিল্লিতে শুরু লকডাউন
  • বাড়ি ফিরছেন পরিযায়ীরা
  • করোনা রুখতে আরও কড়াকড়ি উত্তরপ্রদেশে। মাস্ক ছাড়া বাইরে বেরোলে হাজার টাকা জরিমানা। দ্বিতীয়বার একইভাবে ধরা পড়লে ১০ হাজার টাকা জরিমানা। আর প্রকাশ্যে থুতু ফেললে দিকে হবে ৫০০ টাকা জরিমানা।
  • মধ্যপ্রদেশের গোয়ালিয়রে উলটে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। এখনও পর্যন্ত মৃত কমপক্ষে ৩। 
  • উত্তরপ্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ মানতে রাজি নয় উত্তরপ্রদেশ সরকার। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যোগী সরকার। মামলায় দ্রুত শুনানির আবেদন। 
  • রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩,৬৮৬ জন। মৃত্যু হয়েছে ২৪০ জনের। রাজধানীতে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮,৭৭,১৪৬। মোট মৃতের সংখ্যা ১২,৩৬১। বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭৬,৮৮৭। 
  • মহারাষ্ট্রে করোনার দাপট অব্যাহত। গত ২৪ ঘণ্টায় শুধু মাত্র মুম্বইতেই করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৩৮১ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫৮ জনের। 
  • ভারতে নিজেদের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি চাইল জনসন এন্ড জনসন। ভারতের ড্রাগ রেগুলেটরের কাছে ট্রায়ালের পাশাপাশি ইমপোর্ট লাইসেন্টের অনুমতিও চাওয়া হয়েছে সংস্থার তরফে। 
  • দেশে একদিকে যেমন লাফিয়ে বাড়ছে সংক্রমণ অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে মিলছে হাসপাতালে অক্সিজেন ঘাটতির অভিযোগ। এই পরিস্থিতি পরিপূরক অক্সিজেন বিতরণ প্রণালী SpO2 নিয়ে এলে DRDO। এটা একদিকে যেমন অত্যন্ত উচ্চতায় মোতায়েন জওয়ানদের দেওয়া যাবে, অন্যদিকে এতে করোনা রোগীদেরও সুবিধা হবে।

রাজধানী দিল্লিতে জারি লকডাউন। সোমবার রাত ১০টা থেকে জারি হয়েছে লকডাউন। চলবে আগামী ২৬ তারিখ ভোর ৫টা পর্যন্ত। এদিকে লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকদের সেই পুরনো ছবিটা আরও একবার উঠে এল। আনন্দ বিহার ও কৌশাম্বী বাস স্ট্য়ান্ডে দেখা গেল বাড়ি ফেরার জন্য পরিযায়ী শ্রমিকদের ভিড়। শ্রমিকরা জানাচ্ছেন, করোনার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে। বাড়তে পারে লকডাউনের মেয়াদও। আর তেমনটা হলে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠবে। তাই তাঁরা বাড়ি ফিরছেন। 

Advertisement

Advertisement