scorecardresearch
 

পঞ্জাবে মিলল UK স্ট্রেন, বাংলায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন। ফলে এখনও পর্যন্ত দেশে মারণ ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা হল ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬ জন। পাশাপাশ মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬০ হাজার ১৬৬ জনের। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছে আরও ২৯ হাজার ৭৮৫ জন। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চিন্তা বাড়াচ্ছে করোনা
  • পঞ্জাবে মিলল ইউকে স্ট্রেন
  • একাধিক রাজ্যে হোলির জমায়েতে বিধিনিষেধ

বিগত কয়েকদিন ধরেই দেশের করোনা (Corona) গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন। ফলে এখনও পর্যন্ত দেশে মারণ ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা হল ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬ জন। পাশাপাশ মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬০ হাজার ১৬৬ জনের। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছে আরও ২৯ হাজার ৭৮৫ জন। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭।

পশ্চিমবঙ্গ
এদিকে আবার রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য দফতরের দেওয়া মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। সোমবার এই সংখ্যাটি ছিল ৩৬৮ জন। অর্থাৎ বেশ খানিকটা বেড়েছে দৈনিক সংক্রমণ। বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩। মৃত্যু হয়েছে আরও ২ জনের। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৩১০। অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন আরও ৩২০ জন। ফলে সুস্থের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৬৭ হাজার ৪৩৭। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৬০ শতাংশ। পাশাপাশি বর্তমানে রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৬। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৯ লক্ষ ৯২ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে।

মহারাষ্ট্র
এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে আরও ১৩২ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ১৬৫ জন। যার জেরে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হল ২২ লক্ষ ৪৭ হাজার ৪৯৫ জন। রাজ্যে সুস্থতার হার ৮৮.৩৭ শতাংশ। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৬৪১ জন। 

Advertisement

দিল্লি
রাজধানীতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার পেরোল। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১০১ জন। মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এর পরিস্থিতিতে প্রকাশ্যে হোলি, শব-এ-বরাত এবং নবরাত্রি পালনে বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষধ লাগু করার জন্য নির্দিষ্ট নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ারপোর্ট, রেল স্টেশন ও বাস ডিপোতে পরীক্ষ হবে বলে জানা গেছে।  

পঞ্জাব 
এই পরিস্থিতির মাঝেই পঞ্জাবে করোনা রোগীদের শরীরে মিলল করোনার ইউকে স্ট্রেন। ৪০১ জনের নমুনা পরীক্ষার পর মোট ৮১ শতাংশের দেহে করোনা ওই স্ট্রেনেরে উপস্থিতির প্রমাণ মিলেছে। যার ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে। মানুষকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। 

গুজরাট
মঙ্গলবার গুজরাটের ৩ বিধায়কের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। যার জেরে এখনও পর্যন্ত বিধানসভা শুরু হওয়ার পর থেকে আক্রান্ত বিধায়কের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮-এ। আক্রান্তদের মধ্যে গুজরাট সরকারের মন্ত্রীরাও রয়েছেন। গুজরাটে নতুন করে ১,৭৩০ করোনায় আক্রান্ত হয়েছেন। 

উত্তরপ্রদেশ
এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৮ জন। মৃত্যু হয়েছে আরও ৪ জনের। হোলি উপলক্ষে যেকোনও ধরনের পার্টি আয়োজনের উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার ওপরে আনা হয়েছে আরও কড়াকড়ি।  

ভ্যাকসিন
অন্যদিকে দেশ চলছে টিকাকরণ অভিযান। কেন্দ্রী মন্ত্রী প্রকাশ জাওড়েকর মঙ্গলবারই জানিয়েছেন যে, পয়লা এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এখনও পর্যন্ত ৪ কোটি ৮৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে ৮০ লক্ষ মানুষের দ্বিতীয় ডোজও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 


 

Advertisement