scorecardresearch
 

একসঙ্গে ৪ শিক্ষিকা COVID পজিটিভ, আতঙ্ক শ্রীরামপুরের স্কুলে

শ্রীরামপুরের রমেশচন্দ্র গালর্স হাইস্কুলের ৪ শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁদের সকলের টিকার দু'টি ডোজ নেওয়া রয়েছে।

Advertisement
ছবি নিজস্ব ছবি নিজস্ব
হাইলাইটস
  • ওই একসঙ্গে ৪ শিক্ষিকার কোভিড ধরা পড়েছে
  • শ্রীরামপুরের রমেশচন্দ্র গালর্স হাইস্কুলে
  • স্যানিটাইজ প্রক্রিয়া নিয়মিত চলছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ

শিক্ষিকার করোনা ধরা পড়ার জেরে সোমবার বন্ধ হয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপীঠ। আরও কয়েকটি স্কুলেও শিক্ষক-শিক্ষিকাদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার আতঙ্ক ছড়াল শ্রীরামপুরের একটি স্কুলে। ওই একসঙ্গে ৪ শিক্ষিকার কোভিড ধরা পড়েছে। 

আরও পড়ুন:  ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন দেশে? বিশেষজ্ঞরা যা বলছেন

শ্রীরামপুরের রমেশচন্দ্র গালর্স হাইস্কুলের ৪ শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁদের সকলের টিকার দু'টি ডোজ নেওয়া রয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষিকারা ঘরেই নিভৃতবাসে রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী পাল জানান, চারজন শিক্ষিকা করোনা পজিটিভ। স্কুলে তাঁরা আক্রান্ত হননি। ঘরেই হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছাত্রীদের স্কুলে পাঠানো হয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। কিন্তু আতঙ্কের কোনও কারণ নেই বলে মনে করেন প্রধান শিক্ষিকা। তাঁর কথায়,''সমস্ত রকম সরকারি কোভিড নির্দেশিকা মেনেই স্কুল চলছে। সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতি সপ্তাহে অভিভাবকদের সঙ্গে আলোচনাও করা হচ্ছে।''

স্যানিটাইজ প্রক্রিয়া নিয়মিত চলছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি নির্দিষ্ট দূরত্ব মেনে ক্লাস করছেন পড়ুয়ারা। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য সন্তোষ সিং জানান,''করোনা এখনও পুরোপুরি কাটেনি। সমস্ত রকম বিধি মেনেই স্কুল চলছে। এব্যাপারে স্কুলের সঙ্গে যোগাযোগ রাখছে পুরসভা।''  


প্রসঙ্গত, ,সোমবার করোনা আতঙ্কে বন্ধ হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপীঠ। ওই স্কুলের এক শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবারও ক্লাস করিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরে উপসর্গ টের পান। পরের দিন সকালে নমুনা পরীক্ষায় ধরা পড়ে করোনা। তার পর স্কুল স্যানিটাইজ করে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement