scorecardresearch
 

Covid Vaccine: শনিবার থেকে ১৮ বছর বয়স হলেই টিকা, কী ভাবে রেজিস্ট্রেশন? জানুন বিস্তারিত

২৪ এপ্রিল অর্থাৎ শনিবার থেকে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ করতে পারবেন ১৮ ঊর্ধ্বরা। আজ এই ঘোষণা করে কেন্দ্র সরকার।

Advertisement
Vaccine Vaccine
হাইলাইটস
  • ১ মে থেকে ভ্যাকসিন পাবেন ১৮ ঊর্ধ্বরা
  • সেজন্য শনিবার থেকে নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা
  • দেশজুড়ে আরও বাড়ানো হচ্ছে টিকাকেন্দ্র

২৪ এপ্রিল অর্থাৎ শনিবার থেকে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ করতে পারবেন ১৮ ঊর্ধ্বরা। আজ এই ঘোষণা করে কেন্দ্র সরকার। ন্যাশনাল হেলথ অথরিটির তরফে জানানো হয়েছে, COWIN অ্যাপলিকেশনের মাধ্যমে নাম নথিভুক্তিকরণ করা যাবে। 

ভ্যাকসিনের নাম নথিভুক্তিকরণ নিয়ে ঘোষণা 

ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগজিকিউটিভ অফিসার আরএস শর্মা এই নিয়ে আজ বলেন, 'যাঁদের বয়স ১৮ বছরের বেশি, তাঁরা শনিবার থেকে অ্যাপ বা পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন। বাদবাকি সব নিয়ম একই থাকবে।' তিনি আরও জানান, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ছাড়াও রাশিয়ান টিকা স্পুটনিক ভি-ও কোনও কোনও কেন্দ্রে থাকবে। প্রয়োজনে সেই টিকাও ব্যবহার করা হবে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু করার জন্য টিকা প্রদান কেন্দ্রগুলিকে প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: হঠাত্‍ অসুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে, নিয়ে যাওয়া হল হাসপাতালে

শর্মা আরও জানান, বেসরকারি সংস্থাগুলিকে কোউইন অ্যাপ্লিকেশনে টিকাকরণের দিন, সময়  ও পর্যাপ্ততার কথা জানাতে হবে। সেজন্য তাদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। 

দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ

কীভাবে অ্যাপে নাম নথিভুক্ত করবেন? 

  • প্রথমে  cowin.gov.in- এখানে লগইন করে নিজের মোবাইল নম্বর দিন। 
  • আপনার নম্বরে একটি ওটিপি যাবে। 
  • এরপর ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। 
  • এরপর 'Registration of Vaccination' পাতা খুলবে।
  • এই পাতায় আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। 
  • এরপর রেজিস্ট্রেশন নিশ্চিত হওয়ার একটি মেসেজ আপনি পাবেন। ওই পাতাতেই থাকবে আপনার সুবিধামতো দিন বেছে নেওয়ার সুযোগ। 

আরও পড়ুন: থামল সাহিত্যে 'শঙ্খ-ধ্বনি'! প্রয়াত কবি শঙ্খ ঘোষ

প্রসঙ্গত, ১৮ বছরের ঊর্ধ্বে সবাই ১ মে থেকে করোনার টিকা পাবেন। এই ঘোষণা আগেই করেছে কেন্দ্র। এ ছাড়া রাজ্যগুলিকে সরাসরি নির্মাতা সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কেনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

Advertisement