scorecardresearch
 

করোনা রুখতে মাথাভাঙায় করোনা ওয়ার্ড চালু করলো স্বাস্থ্য দফতর

করোনা সংক্রামিতদের উন্নত চিকিৎসা দিতে এবার মাথাভাঙা মহকুমা হাসপাতালেও করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিল কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন ভবনের গ্রাউন্ড ফোরে এই ওয়ার্ড তৈরি হচ্ছে। করোনা ওয়ার্ড ও ভ্যাকসিনেশন ওয়ার্ডের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

Advertisement
মাথাভাঙা মহকুমা হাসপাতাল মাথাভাঙা মহকুমা হাসপাতাল
হাইলাইটস
  • হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে শুরু হচ্ছে কোভিড ওয়ার্ড
  • ২ মে-র মধ্যে চালু হবে ওয়ার্ড
  • ভ্যাকসিনেশন ওয়ার্ড সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা

করোনা সংক্রামিতদের উন্নত চিকিৎসা দিতে এবার মাথাভাঙা মহকুমা হাসপাতালেও করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিল কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন ভবনের গ্রাউন্ড ফোরে এই ওয়ার্ড তৈরি হচ্ছে। করোনা ওয়ার্ড ও ভ্যাকসিনেশন ওয়ার্ডের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

করোনা ওয়ার্ড

ঘন্টায় ঘন্টায় করোনা সংক্রামিত রোগীদের সংখ্যা বাড়ছে এতে চিন্তিত প্রশাসন থেকে সাধারণ মানুষ। করোনা সংক্রামিতদের চিকিৎসার জন্য মাথাভাঙা মহাকুমার হাসপাতাল চালু হচ্ছে কোভিড ওয়ার্ড। জেলা স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নতুন ভবনের নিচতলায় কোভি ড ওয়ার্ড চালুর প্রস্তুতি শুরু হয়েছে।

পৃথক ভ্যাকসিনেশন ওয়ার্ড

তবে ওই ভবনের দোতলায় চলছে টিকাকরণ এর কাজ। তাই ভ্যাকসিন নিতে এসে কোনোভাবেই যাতে মানুষ সংক্রামিত না হয়ে পড়েন সেজন্য ওই ভবন থেকে টিকাকরণের শিবির অন্য জায়গায় সরানোর চিন্তাভাবনা করছে প্রশাসন।

প্রশাসনিক বিবৃতি

মাথাভাঙা মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৫ শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড চালু হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী শয্যাসংখ্যা বাড়ানো হবে। বর্তমানে হাসপাতালের নতুন ভবন এর দোতলায় করোনা টিকাকরণের কাজ চলছে। তবে নিচতলায় কোভিড ওয়ার্ড চালু হলে টিকাকরণের স্থান পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। মাথাভাঙা মেলার মাঠের মঞ্চে করোনার টিকাকরণের স্থায়ী শিবির করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। মে মাসের ২ তারিখের মধ্যে ওয়ার্ড চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মী দিয়েই কোভিড ওয়ার্ড চালু করা হবে।


 

 

Advertisement