scorecardresearch
 

২ থেকে ৬ বছর বয়সি শিশুদের দ্বিতীয় ডোজ আগামী সপ্তাহেই

দিল্লির এইমস হাসপাতালে ট্রায়ালে সামিল ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ২-৬ বছর বয়সি শিশুদেরও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই মাসের শেষের দিকে একটি অন্তর্বর্তী রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। শিশুদের ওপর ভ্যকসিন কতটা কার্যকরী তা মোটমুটি ওই রিপোর্ট থেকেই বোঝা যাবে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • দ্রুততার সঙ্গে চলছে শিশুদের টিকাকরণের কাজ
  • ৩ টি দলে ভাগ করে চলছে টিকাকরণের ট্রায়াল
  • ট্রায়ালে ৬-১২ বয়সিদের দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আবার তারই মাঝে শিশুদের টিকাকরণের বিষয়েও দ্রুততার সঙ্গে কাজ চলছে। ভারত বায়োটেক (Bharat Biotech) গত জুন মাসেই শিশুদের ওপরে কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়াল শুরু করেছে। আর এবার শোনা যাচ্ছে ওই শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। 

সূত্রের খবর, দিল্লির এইমস হাসপাতালে ট্রায়ালে সামিল ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ২-৬ বছর বয়সি শিশুদেরও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই মাসের শেষের দিকে একটি অন্তর্বর্তী রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। শিশুদের ওপর ভ্যকসিন কতটা কার্যকরী তা মোটমুটি ওই রিপোর্ট থেকেই বোঝা যাবে। প্রসঙ্গত গত ১২ মে শিশুদের ওপরে কোভ্যাকসিন ট্রায়ালের সুপারিশ করেছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি। তারপর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) সেই ট্রায়াল মঞ্জুর করে। 

জানা গিয়েছে, দেশের মোট ৫২৫ জন শিশুর ওপরে করা হচ্ছে এই ট্রায়াল। তাদের ১৭৫ জন করে ৩টি দলে ভাগ করা হয়েছে। একটি দলে রয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিরা, আরও একটি দলে রয়েছে ৬ থেকে ১২ বছর বয়সিরা এবং তৃতীয় দলে রয়েছে ২ থেকে ৬ বছর বয়সিরা। তাদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়ার কথা। ফলাফল দেখার পরেই শিশুদের ওপরে এটি প্রয়োগের ছাড়পত্র দেওয়া হবে। এর আগে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সেপ্টম্বরের মধ্যে শিশুদের ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে আশাপ্রকাশ করেছিলেন। প্রসঙ্গত শুধু ভারত বায়োটেক নয়, জায়ডাস ক্যাডিলার ভ্যাকসিনেরও (Zydus Cadila Vaccine) শিশুদের ওপরে ট্রায়াল চলছে। 

 

Advertisement