scorecardresearch
 

এবার Sputnik V বানাবে SII, সেপ্টেম্বরেই শুরু উৎপাদন

এই বছরই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় শুরু হবে স্পুটনিক ভি-এর উৎপাদন। দুপক্ষের মধ্যে প্রতিবছর ৩০ কোটি টিকা তৈরির চুক্তি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল উভয়ের মধ্যে প্রযুক্তিগত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বানাবে স্পুটনিক ভি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বানাবে স্পুটনিক ভি
হাইলাইটস
  • টিকাকরণে আরও গতি আনার উদ্যোগ
  • এসআইআই বানাবে রাশিয়ান ভ্যাকসিন
  • প্রতিবছর ৩০ কোটি টিকা উৎপাদনের চুক্তি

করোনা টিকাকরণে আরও গতি আনতে মঙ্গলবার নেওয়া হল এক বড় পদক্ষেপ। এবার রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-এর (Sputnik V Vaccine) উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে উৎপাদন। এই বিষয়ে এদিন চুক্তি হয় রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) মধ্যে। প্রসঙ্গ আগামী সেপ্টেম্বরেই হু-এর অনুমোদনও পেতে পারে স্পুটনিক ভি। 

এই বছরই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় শুরু হবে স্পুটনিক ভি-এর উৎপাদন। দুপক্ষের মধ্যে প্রতিবছর ৩০ কোটি টিকা তৈরির চুক্তি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল উভয়ের মধ্যে প্রযুক্তিগত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং ইতিমধ্যেই সেল, ভেক্টরের নমুনাও পেয়ে গিয়েছে সেরাম। 

প্রসঙ্গত এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা হল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। বর্তমানে পুনেতে কোভিশিল্ড ও কোভ্যাক্স তৈরি করছে তারা। এছাড়া ব্রিটেনে Codagenix-এর ট্রায়ালও চলছে। সেরাম ছাড়াও ভারতের আরও বেশকিছু সংস্থার সঙ্গে স্পুটনিক তৈরির বিষয়ে চুক্তি করেছে RDIF।

এদিকে এই চুক্তির ফলে তিনি অত্যন্ত বলে জানিয়েছেন SII-এর কর্ণধার আদর পুনাওয়ালা। তিনি বলেন, আগামিদিনে তাঁরা ভ্যাকসিনের লক্ষ লক্ষ ডোজ তৈরির জন্য প্রস্তুত। পুনাওয়াল মতে, করোনাকে পরাজিত করতে ভ্যাকসিনের বিষয়ে করতে বিশ্বের সমস্ত দেশ ও সংস্থার একজোট হওয়া উচিত। প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতে দেওয়া হচ্ছে স্পুটনিক ভি। বিশ্বের মোট ৬৭টি দেশে এই ভ্যাকসিনের ব্যবহার হচ্ছে। 

Advertisement


 

Advertisement