আবারও কমলো করোনার (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। আর একইসঙ্গে এই নিয়ে পরপর ২ দিন ২ লক্ষে নিচে রইল দৈনিক আক্রান্তের সংখ্যা। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭।
শুধুমাত্র মহারাষ্ট্রেই (Maharashtra) গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,৭৪০ জন। তবে করোনার দ্বিতীয় ঢেউতে এই প্রথমবার মুম্বইতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামল। বিগত ২৪ ঘণ্টায় মুম্বইতে আক্রান্ত হয়েছেন ৯২৯ জন। এই সময়ের মধ্যে মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪২৪ জনের। অন্যদিকে রাজধানী দিল্লিতে (Delhi) এই সময়ের মধ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছে ১,১৪১ জন। মৃত্যু হয়েছে আরও ১৩৯ জনের।
এদিকে পশ্চিমবঙ্গেও (West Bengal) কমেছে দৈনিক আক্রান্তের সংখ্য। রাজ্য সরকারের দেওয়া শেষ বুলেটিন অনুয়ায়ী বাংলায় করোনা নতুন করে বাসা বেঁধেছে ১২,১৯৩ জনের শরীরে। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের। ফলে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫,১২০। এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। পাশাপাশি রাজ্যে সুস্থতার হার ৯০.৭০ শতাংশ। প্রসঙ্গত দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৩,৬১৭ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ মৃতের সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৫১২। পাশাপাশি এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ০১১ জন।
এদিকে দেশে টিকাকরণ করমসূচি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে ১৩ লক্ষ ৩৬ হাজার ৩০৯ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন এই একই বয়সের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৭৫ জন। তথ্য বলছে শুরুর দিন থেকে শুক্রবার সন্ধ্যে ৭টা পর্যন্ত দেশে মোট ২০ কোটি ৮৬ লক্ষ ১২ হাজার ৮৩৪ টিকার ডোজ দেওয়া দেওয়া হয়েছে।