ভারত তথা গোটা বিশ্বজুড়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) সংক্রমণ। মনে করা হচ্ছে, এই ভ্যারিয়ান্ট ডেল্টার চেয়ে কম ক্ষতিকারক হলে অনেক বেশি সংক্রামক। এরই মাঝে ভাল খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' (WHO)। তারা জানাচ্ছে, আফ্রিকায় চতুর্থ ঢেউ ধীরে ধীরে কমছে। ৬ সপ্তাহ পরে এবার আফ্রিকায় নামতে শুরু করেছে চতুর্থ ঢেউ। ১১ জানুয়ারি পর্যন্ত আফ্রিকায় ১০.২ মিলিয়ন করোনায় আক্রান্তের কেস পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় গত এক সপ্তাহে সংক্রমণ ১৪ শতাংশ কমেছে। একইসঙ্গে এক সপ্তাহে সেখানে ওমিক্রনে আক্রান্তের পরিমানও কমেছে ৯ শতাংশ। পাশাপাশি পূর্ব এবং মধ্য আফ্রিকাতেও সংক্রমণ কমতে দেখা গিয়েছে। তবে উত্তর ও পশ্চিম আফ্রিকায় বেড়েছে সংক্রমণ। উত্তর আফ্রিকায় গত সপ্তাহের সংক্রমণ ১২১ শতাংশ বেড়েছে। সেই বিষয়টি মাথায় রেখে সেখানে অধিকমাত্রায় টিকাকরণের কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আফ্রিকায় নিযুক্ত হু-এর পরিচালক জানান Matshidiso Moeti জানান, প্রাথমিক সংকেত বলছে দেশে চতুর্থ ঢেউ দ্রুত এবং ছোট। তবে এতে অস্থিরতাও কম নেই। তিনি বলেন, ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য যা যা প্রয়োজন তা আফ্রিকায় রয়েছে, তবে এটাও ঠিক যে সেখানকার লোকেদের দ্রুত টিকা দিতে হবে।
হু-এর প্রধান Tedros Adhanom Ghebreyesus সম্প্রতি জানিয়েছিলেন যে, আফ্রিকার ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও করোনা টিকার একটি ডোজও পাননি। মহাদেশের মাত্র ১০ শতাংশ মানুষ সম্পূর্ণ ভ্যাকসিনেটেড। হু-এর Vaccine-Preventable Disease Program-এর প্রধান জানান টিকারণের সংখ্যা এক সপ্তাহে ৩৪ মিলিয়নে পৌঁছান দরকার। সেখানে বর্তমানে তা রয়েছে ৬ মিলিয়নেরও কমে।