scorecardresearch
 
Advertisement

VIDEO: বকখালি যেতে চান? দেখে নিন নয়া নির্দেশিকা

VIDEO: বকখালি যেতে চান? দেখে নিন নয়া নির্দেশিকা

রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মত দক্ষিণ ২৪ পরগনার বকখালি (Bakkhali) পর্যটন কেন্দ্রের জন্যও এদিন থেকে চালু হল সরকারি বিধি নিষেধ (Strict Covid rules and restrictions)। এবার থেকে বকখালি সহ সুন্দরবন (Sundarban)-এর বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে গেলেই লাগবে দুটি ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার শংসাপত্র অথবা ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করা করোনা নেগেটিভ শংসাপত্র (Covid Negative report)। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নামখানা ব্লক কর্তৃপক্ষের তরফে। রবিবার সকাল থেকেই এই নির্দেশিকা লাগু হয়েছে। তারপরেই রবিবার সকাল থেকে বকখালি পর্যটন কেন্দ্রে ঢোকার মুখেই নামখানায় দেখা গেল পুলিশের কড়া চেকিং (Police Checking)। নামখানা থানার পুলিশের তরফে নিয়ম অনুযায়ী শংসাপত্র না দেখাতে পারলে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে পর্যটকদের। পাশাপাশি এদিন প্রশাসনের তরফে বকখালি সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও চালানো হলো মাইকিং। বিধি-নিষেধের ব্যাপারে সতর্ক করা হলেও উপস্থিত পর্যটকদের।

Advertisement