scorecardresearch
 
Advertisement

VIDEO: পেটের ভাত জোটাতে এখন হাতিয়ার সাইকেল

VIDEO: পেটের ভাত জোটাতে এখন হাতিয়ার সাইকেল

করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের উদ্যোগে ফের একবার রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন। এই আংশিক লকডাউনে রাজ্যে খোলা রয়েছে বেশকিছু সরকারি-বেসরকারি অফিস ও দোকান। কিন্তু আবার বন্ধ রয়েছে রাজ্যের গন পরিবহন ব্যবস্থা। এদিকে দুবেলা দুমুঠো অন্নসংস্থানের কারণে মানুষকে ছুটে যেতে হচ্ছে কর্মসংস্থান গুলিতে। যেহেতু গণপরিবহন ব্যবস্থা বন্ধ,মানুষ তাই সাইকেলকেই বেছে নিয়েছেন নিজেদের যাতায়াতের মাধ্যম অর্থাৎ পরিবহনের মাধ্যম হিসাবে।সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত মহানগরের যে রাজপথে দেখা যেত গাড়ি ঘোড়ার লাইন, আজ সেই রাজপথের উপর দিয়েই ছুটে চলেছে হাজারে হাজারে সাইকেল। দূরদূরান্ত থেকে কাজের জন্য মানুষ ছুটে আসছেন সাইকেলে করেই। পেটের ভাত জুটাতে মাইলের পর মাইল প্যাডেল করতে হচ্ছে তাদের। অনভ্যাসের কারণে নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় কই ?  

Advertisement