করোনা মহামারীর কারনে বুনিয়াদি শিক্ষা ব্যবস্থায় রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। ASER ২০২২ এর রিপোর্ট অনুযায়ী ২০২১-এর শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তা এই সমীক্ষায় উঠে এসেছে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম চিকিৎসক অভিজিৎ চৌধুরির সঙ্গে। তিনি বলেন পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে সম্পূর্ণ স্কুল খুলে দিতে হবে। এর পাশাপাশি একটি ব্রিজ কোর্সও চালু করতে হবে। তাহলে ক্ষতির কিছুটা নিরাময় হতে পারে।
West Bengal Education system due to pandemic has been badly affected