scorecardresearch
 

Fake IAS Debanjab Deb : দেবাঞ্জনের অফিস থেকে কী কী উদ্ধার হল? জানুন

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb)-এর অফিসে টানা কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। ফের তল্লাশি চালানো হতে পারে।

Advertisement
দেবাঞ্জন দেব দেবাঞ্জন দেব
হাইলাইটস
  • ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কসবার অফিসে তল্লাশি চালানো হল
  • শনিবার সেই কাজে থ্রি-ডি স্ক্যানার ব্যবহার করা হয়েছে
  • সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb)-এর কসবার অফিসে তল্লাশি চালানো হল। শনিবার সেই কাজে থ্রি-ডি স্ক্যানার ব্যবহার করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb)-এর অফিসে টানা কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। ফের তল্লাশি চালানো হতে পারে। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনার তদন্ত করতে গড় হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। এদিন তদন্তকারী দল তার অফিসে যায়। সেখান থেকে উদ্ধার হয় অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, ভিজিটর স্লিপ, চাকরির আবেদনপত্র, ভুয়ো দরপত্র সংক্রান্ত কাগজপত্র।

চাকরির আবেদনপত্র দেখে মনে করা হচ্ছে, সে চাকরি দেওয়ার নামে করে প্রতারণা করেছে। এ জন্য ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb) কারও কাছ থেকে কোনও টাকাপয়সা নেওয়া হয়েছে কিনা, দেখা হচ্ছে।

এদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ। তিনি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb)-এর কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

অভিযোগ, ইন্দ্রজিৎ ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Fake IAS Debanjab Deb)-কে সিটি কলেজে নিয়ে যায়। পরে সেখানে তারা টিকাকরণ কর্মসূচি চালায়। শুক্রবার রাতে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়। একদিন আগেই এই মামলায় গ্রেফতার করা হয় দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীকে। ধৃতের নাম অরবিন্দ বৈদ্য।

তার বিরুদ্ধে অভিযোগ, দেবাঞ্জনের বেআইনি কাজে শুধু মদতই নয়, অনেক সময়ে সক্রিয় ভাবেই অংশও নিত তার নিরাপত্তারক্ষী অরবিন্দ। দেবাঞ্জনের চক্রে প্রতারিত উত্তরবঙ্গের সাংস্কৃতিক শিল্পী। তিনি দিয়েছিলেন তিন লক্ষ টাকা। তাঁকে পদ পাইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Advertisement

উত্তরবঙ্গের টি বোর্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান করা হবে। এই আশ্বাসে প্রতারিত শিলিগুড়ির সাংস্কৃতিক শিল্পী তথা গায়ক সৌভিক মজুমদার। জাল ভ্যাকসিন-কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেবের প্রতারণা চক্রর তদন্তে নতুন তথ্য উঠে এল প্রকাশ্যে।

জানা গিয়েছে, তাকে উত্তরবঙ্গের চা-বাগানের টি বোর্ড বা মনিটরিং কমিটির চেয়ারম্যান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। আর তার নামে প্রায় তিন লক্ষ টাকা প্রতারণা করেছে অভিযুক্ত দেবাঞ্জন। এমনকি তার আসল পরিচয় প্রকাশ্যে আসতেই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

রাজ্যে জাল ভ্যাকসিন-কাণ্ড নিয়ে তোলপাড় হওয়ার পরই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে গ্রেপ্তারের পরে তদন্তে উঠে আসে একের পর এক ঘটনা। এবার এই ঘটনায় তদন্তে শিলিগুড়ির এক সঙ্গীতশিল্পীকে প্রতারণার অভিযোগ উঠল দেবাঞ্জনের বিরুদ্ধে।

শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গায়ক সৌভিক মজুমদার। ২০১৮ সালে শিলিগুড়িতে এসেছিল দেবাঞ্জন দেব। জানা গিয়েছে, নিজেকে রাজ্য তথ্য ও সংস্কৃতি এবং কর্মিবর্গ প্রশাসনিক সংস্কার দফতরের যুগ্ম-সচিব হিসেবে পরিচয় দিয়েছিল সে।

এমনকি শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজের মতো সরকারি আবাসনে উঠেছিল। শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজ-সহ পাহাড়ে একাধিক জায়গায় বৈঠক করেছিল। বিভিন্ন ঠিকাদারদের জিটিএ-র কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল অভিযুক্ত।

 

Advertisement