scorecardresearch
 

২০ হাজার টাকা পণ দিতে পারেননি, মালদায় আত্মহত্যা বধূর

মাস ছয়েক আগে মালদার ইংরেজবাজার থানার নহাটা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকার বাসিন্দা সাহাবুল শেখের মেয়ে ফাহামিদার সঙ্গে পুরাতন মালদা থানা এলাকার রাহুত গ্রামের বাসিন্দা রাক্কু শেখের ছেলে জহুরুল শেখের বিয়ে হয়। প্রেম করে বিয়ে করেন ফাহামিদা ও জহুরুল। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দেওয়া হতে থাকে ফাহমিদাকে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পণের দাবিতে গৃহবধূকে অত্যাচার
  • সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ
  • পুরাতন মালদার ঘটনা

পণের দাবিতে লাগাতার গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার। অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ। পুরাতন মালদার (Old Malda) রাহুত গ্রামের ঘটনা। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আত্মঘাতী গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। 

জানা গিয়েছে মাস ছয়েক আগে মালদার ইংরেজবাজার থানার নহাটা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকার বাসিন্দা সাহাবুল শেখের মেয়ে ফাহামিদার সঙ্গে পুরাতন মালদা থানা এলাকার রাহুত গ্রামের বাসিন্দা রাক্কু শেখের ছেলে জহুরুল শেখের বিয়ে হয়। প্রেম করে বিয়ে করেন ফাহামিদা ও জহুরুল। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দেওয়া হতে থাকে ফাহমিদাকে। জানা গিয়েছে, বিয়ের পরে নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল দেওয়া হয় জহুরুলকে। কিন্তু তারপরেও ২০ হাজার টাকা চাওয়া হয়। আর টাকা না আনায় ফাহমিদার ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ।

মৃতার বাপের বাড়ির লোকজন
মৃতার বাপের বাড়ির লোকজন

এই বিষয়ে দুই পরিবারকে নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভাও বসানো হয়। কিন্তু তাতে কোনও সমাধান হয়নি। এমনকী এই বিষয়ে ফাহমিদার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়। কিন্তু তাতেও কোনও কাজের কাজ হয়নি। সপ্তাহখানেক বন্ধ থাকার পর ফের শুরু হয় অত্যাচার। অভিযোগ, সেই অত্যাচার সহ্য করতে না পেরেই মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফাহমিদা। 

এই বিষয়ে মৃতার এক আত্মীয়া জানান, বিগত কিছুদিন ধরেই টাকা পয়সার জন্য ফাহমিদাকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। সেই জ্বালা সহ্য করতে না পেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফাহমিদার পরিবারে সদস্যরা।

Advertisement

 

Advertisement