"শুধু মাত্র ৭২ ঘন্টা আগে প্রচার বন্ধ করলেই হবে না, যাঁরা প্রকাশ্য মঞ্চে উঠে ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাঁদেরকে অবিলম্বে গ্রেফতার করুক কমিশন", বুধবার কৃষ্ণননগর উত্তরের (Krishnanagar Uttar) সংযুক্ত মোর্চার প্রার্থী সিলভি সাহার সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি তুললেন বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মীনাক্ষি দাবি করেন, "গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক ও বেকাররা আছেন তাঁরা সংযুক্ত মোর্চার পক্ষে থাকতে চাইছেন, কারণ তাঁরা জানেন ১০ বছর ধরে তৃণমূল এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া হেভিওয়েটরা পশ্চিমবঙ্গকে লুঠে খাওয়ার ব্যবস্থা করেছেন এবং বিজেপি গোটা ভারতকে বেচে দেওয়ার নীতি নিয়েছে।"
এদিন সিলভি সাহার সমর্থনে কৃষ্ণনগর সোনাপট্টি এলাকা থেকে শুরু করে রোড শোয়ের মাধ্যমে গোটা শহর প্রদক্ষিণ করেন মীনাক্ষি মুখোপাধ্যায়। শহরের মানুষকে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বিগত দশ বছর ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আকাশ ছোঁয়া দুর্নীতি ও বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেস সমর্থিক সংযুক্ত মোর্চার প্রার্থী সিলভি সাহাকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান জানান মীনাক্ষি।
অন্যদিকে কোভিড বৃদ্ধির প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষি বলেন,"আমরা প্রচার করছি। তবে যতটা দায়িত্ব নেওয়া উচিৎ আমরাও নিতে পারছি না। এটা মানুষর সঙ্গে আমাদেরও ভুল হচ্ছে। তবে নির্বাচন কমিশন ও স্বাস্থ্য দফতরে আরও কড়াকড়ি করা দরকার।" এক্ষেত্রে কমিশন নিজের দায়িত্ব পালন করতে পারছে না বলেই মনে করেন মীনাক্ষি মুথোপাধ্যায়। প্রসঙ্গত আগামী ষষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে।