বড়সড় ডাকাতির ছক বানচাল করলো উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। দুটি পাইপগান, তিনটি কার্তুজ, ভোজালি ও হাসুয়াসহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগরের কানসোনা পেট্রালপাম্পের সামনে থেকে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাহেব সর্দার, কিতাব আলি মণ্ডল,আবু তাহের তরফদার ও সিদ্ধার্থ সাহা। তারা ডাকাতির উদ্দেশ্যেই ওই স্থানে জড়ো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ, একটা হাসুয়া ও একটি ভোজালি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অন্যদিকে রাজারহাটেও অস্ত্রসহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে রাজারহাটের হুদের আইট এলাকায় ১০ থেকে ১২ জন জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। দ্রুত পুলিশ সেখানে পৌঁছতেই পালানোর চেষ্টা করে তারা। সেই সময় ২ জন ধরা পড়ে যায়। ধৃতদের নাম নূর উদ্দিন মোল্লা ও আজিজুল মোল্লা। তাদের দুজনেরই বাড়ি রাজারহাটের গাড়াগুড়ি এলাকায়। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক এবং এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। ধৃতরা সেখানে ডাকাতির উদ্দেশ্যেই জমায়েত করেছিল বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন - ঝালদায় বোর্ড গড়ল TMC, তপন কান্দুর স্ত্রীর নেতৃত্বে মিছিল-ধুন্ধুমার