scorecardresearch
 

পুলিশ-বন দফতরের বড় সাফল্য, গন্ডার চোরাশিকারি ওয়ান্টেড শার্প শ্যুটার গ্রেফতার

পশ্চিমবঙ্গ পুলিশ এবং বন দফতর যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত লেকেন বসুমাতারিকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আলিপুরদুয়ারে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করেছে বন দফতর।

Advertisement
গ্রেফতার লেকেন বসুমাতারি গ্রেফতার লেকেন বসুমাতারি
হাইলাইটস
  • লেকেন বসুমাতারি গ্রেফতার
  • মোস্ট ওয়ান্টেড ছিল লেকেন
  • ২৫টি গন্ডার শিকারের অভিযোগ

গন্ডার শিকার (Rhino Poaching) ও চোরাচালান মামলায় (Smuggling Case) যৌথ অভিযান চালিয়ে এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল রাজ্য পুলিশ ও বন দফতর। ধৃতের নাম লেকেন বসুমাতারি (Laken Basumatari)। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গোরুমারা এবং প্রতিবেশী রাজ্য অসমের কাজিরাঙ্গা জঙ্গলে বেশ কয়েকটি গন্ডারকে হত্যা করার অভিযোগ রয়েছে। পুলিশ ও বন দফতরের এই সাফল্যের পরে ওই অঞ্চলে গন্ডার শিকার ও চোরাচালানে অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করা হচ্ছে। 

যৌথ অভিযানে গ্রেফতার
পশ্চিমবঙ্গ পুলিশ এবং বন দফতর যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত লেকেন বসুমাতারিকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আলিপুরদুয়ারে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করেছে বন দফতর।

এখনও পর্যন্ত ২৫টি গন্ডার শিকার
এই প্রসঙ্গে, বন দফতর জানাচ্ছে, ২০১০ সাল থেকে জাতীয় উদ্যানে গন্ডার হত্যার প্রায় সব ঘটনাতেই জড়িত রয়েছে লেকেন বসুমাতারী এবং তার দলবল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ২০২১ সালের এপ্রিল মাসে শেষ গন্ডার শিকারের ঘটনার জড়িত থেকেছে লেকেন। তদন্তে আরও জানা গিয়েছে যে, ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত লেকেন বসুমাতারি ও তার দলের সদস্যরা গরুমারা ও জলদাপাড়ায় কমপক্ষে ২৫টি গন্ডারের হত্যার সঙ্গে জড়িত ছিল।

আগেও তৈরি হয়েছিল গ্রেফতারের সুযোগ
এর আগেও একবার পুলিশের প্রায় নাগাল থেকে পালিয়ে যায় লেকেন বসুমাতারী। সেই সময় তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় তিনটি রাইফেল ও তাজা কার্তুজ। তবে সেই সময় শৃঙ্গটি কেটে নিয়ে পালাতে সক্ষম হয় লেকেন। কিন্তু এবার পুলিশ ও বন দফতরের যৌথ অভিযানে ধরা পড়ে যায় সে। লেকেন বসুমাতারী গ্রেফতার হওয়ায় ওই অঞ্চলে গন্ডারের শিকার ও চোলাচালান অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

আরও পড়ুন - হাসিনা-খাত্রা সাক্ষাৎ, ভারতকে 'বিশ্বস্ত বন্ধু' বললেন বাংলাদেশের PM


 

Advertisement