scorecardresearch
 

Rose Valley Scam : আজ শুভ্রাকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যাচ্ছে CBI

রোজভ্যালিকাণ্ড (Rose Valley Scam)-এ ধৃত ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রা কুণ্ডু  (Subhra Kundu)-কে ট্রানজিট রিমান্ড (Transit Remand)-এ ভুবনেশ্বর (Bhubaneswar)-এ নিয়ে যাচ্ছে সিবিআই (CBI)। শনিবার তাঁকে বিধাননগর এসিজেএম আদালতে পেশ করা হয়েছিল। আদালতের কাছে সিবিআই ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। এদিন আদালত তাদের সেই আর্জি মেনে নিয়েছে।

Advertisement
রোজভ্যালিকাণ্ডে ধৃত ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রা কুন্ডুকে ভুবনেশ্বরে নিয়ে যাবে সিবিআই রোজভ্যালিকাণ্ডে ধৃত ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রা কুন্ডুকে ভুবনেশ্বরে নিয়ে যাবে সিবিআই
হাইলাইটস
  • রোজভ্যালিকাণ্ডে ধৃত ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রাকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যাচ্ছে সিবিআই
  • শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল
  • আদালতের কাছে সিবিআই ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল

রোজভ্যালিকাণ্ড (Rose Valley Scam)-এ ধৃত ওই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রা কুণ্ডু  (Subhra Kundu)-কে ট্রানজিট রিমান্ড (Transit Remand)-এ ভুবনেশ্বর (Bhubaneswar)-এ নিয়ে যাচ্ছে সিবিআই (CBI)। শনিবার তাঁকে বিধাননগর এসিজেএম আদালতে পেশ করা হয়েছিল। আদালতের কাছে সিবিআই ট্রানজিট রিমান্ডের আবেদন করেছিল। এদিন আদালত তাদের সেই আর্জি মেনে নিয়েছে।

আজ, রবিবার তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। সিবিআই ভুবনেশ্বর আদালতে তাকে পেশ করবে।শুক্রবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে শুভ্রাকে গ্রেফতার করেছিল সিবিআই।

রোজভ্যালিকাণ্ডে (Rose Valley Scam) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) গ্রেফতার করল সিবিআই (CBI)। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছেন সিবিআইয়ের কর্তারা। শুক্রবার শুভ্রাকে তাঁর কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা। আগামিকাল, শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন সংস্থার কর্তা গৌতম কুণ্ডু। গৌতম গ্রেফতার হওয়ার পর বিভিন্ন সময় শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই ও ইডির আধিকারিকরা। গোটা ঘটনায় শুভ্রার কী ভূমিকা তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। অবশেষে এদিন গ্রেফতার করা হল তাঁকে। 

কলকাতার বাড়ি থেকে গ্রেফতারের পর এদিন সল্টলেকে সিবিআইয়ের দফতরে আনা হয় শুভ্রা কুণ্ডুকে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রোজভ্যালি চিটফাণ্ডকাণ্ডের আরও তথ্য উঠে আসতে পারেব বলেই মনে করছেন সিবিআইয়ের আধিকারিকরা।

সিবিআইয়ের সূত্রে জানানো হয়েছে, শুভ্রা জিজ্ঞাসাবাদের সময় অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন। এবং সেই সঙ্গে অনেক প্রশ্নের জবাব দিতে পারেনি। এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। রোজভ্য়ালি টাকা বিদেশে বা অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে কিনা, সে ব্যাপারে তদন্ত করছে সিবিআই। 

অভিযোগ উঠেছিল শুভ্রা এনফর্সমেন্ট ডিরেক্টরেটের এক কর্তার সঙ্গে যোগাযোগ করেন। এবং তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এর জেরে ইডি তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

Advertisement

রোজভ্য়ালিকাণ্ডে অনেক লগ্নিকারীর ক্ষতি হয়েছে। বলা হয়, এটি দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি। এ রাজ্য তো বটেই, দেশের বেশ কয়েকটি রাজ্যে এই সংস্থার ব্যবসা ছিল।

Advertisement