scorecardresearch
 

মালদায় তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ, কাঠগড়ায় কংগ্রেস কর্মী

রামচন্দ্র দাস নামে ওই তৃণমূল কর্মীর সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর প্রতিবেশী শঙ্কর দাসের। শঙ্কর এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত। অভিযোগ, মঙ্গলবার আচমকাই রামচন্দ্রকে রাস্তায় একা পেয়ে সাঙ্গপাঙ্গগের নিয়ে তাঁকে ঘিরে ধরে শঙ্কর। এরপরই হাঁসুয়া দিয়ে রামচন্দ্রকে এলোপাথাড়ি কোপানো হয়। অতর্কিত এই আক্রমণের আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন রামচন্দ্রবাবু। তাঁর চিৎকারে ছুটে যান এলাকাবাসী। স্থানীয়দের দেখে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রবাবুকে ভর্তি করা হয় হাসপাতালে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আক্রান্ত তৃণমূল কর্মী
  • গ্রেফতার ৩ কংগ্রেস কর্মী
  • চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে

তৃণমূল (TMC) কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস (Congress) কর্মীর বিরুদ্ধে। হাঁসুয়া দিয়ে ওই তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে (Malda Harishchandrapur)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। ঘটনায় ইতিমধ্যেই তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, রামচন্দ্র দাস নামে ওই তৃণমূল কর্মীর সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর প্রতিবেশী শঙ্কর দাসের। শঙ্কর এলাকায় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত। অভিযোগ, মঙ্গলবার আচমকাই রামচন্দ্রকে রাস্তায় একা পেয়ে সাঙ্গপাঙ্গগের নিয়ে তাঁকে ঘিরে ধরে শঙ্কর। এরপরই হাঁসুয়া দিয়ে রামচন্দ্রকে এলোপাথাড়ি কোপানো হয়। অতর্কিত এই আক্রমণের আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন রামচন্দ্রবাবু। তাঁর চিৎকারে ছুটে যান এলাকাবাসী। স্থানীয়দের দেখে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রবাবুকে ভর্তি করা হয় হাসপাতালে।

ঘটনায় ইতিমধ্যেই পুলিশের (Police) কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিকমহলে। হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরীর অভিযোগ, রামচন্দ্রবাবু তাঁদের দলের সক্রিয় কর্মী। কংগ্রেস আশ্রিতরাই তাঁকে হাঁসুয়া নিয়ে আক্রমণ করেছে। তিনি আরও বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। আইন আইনের পথে চলবে। তৃণমূল এসব অন্যায় বরদাস্ত করবে না। দলের কাউকে অন্যায়ভাবে মারলে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। 

আরও পড়ুনSSC মামলায় চার্জশিট CBI-এর, নাম নেই পার্থর, দেখুন পুরো তালিকা

 

Advertisement