scorecardresearch
 

২ বছর আগে মা'কে ঘরে পুঁতে রেখেছে ভাই! অভিযোগ দায়ের দাদার

২০১৯ সাল থেকে মা'কে মাটিতে পুঁতে রেখেছে তাঁর ছোটো ভাই। এই মর্মে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম সেখ নয়ন। তার দাদা ও বউদি মঙ্গলবার থানার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে নয়নকে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement
এলাকায় উত্তেজনা এলাকায় উত্তেজনা
হাইলাইটস
  • ২০১৯ সাল থেকে মা'কে মাটিতে পুঁতে রেখেছে তাঁর ছোটো ভাই
  • এই মর্মে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি
  • অভিযুক্তের নাম সেখ নয়ন

২০১৯ সাল থেকে মা'কে মাটিতে পুঁতে রেখেছে তাঁর ছোটো ভাই। এই মর্মে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম সেখ নয়ন। তার দাদা ও বউদি মঙ্গলবার থানার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে নয়নকে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান সদর থানার অন্তর্গত হটুদেওয়ান পিরতলা ক্যানেল পাড়। সেখানেই বাড়ি শেখ নয়নের। দাদা-বউদি ও বউকে নিয়ে থাকে সে। ২০১৯ সাল থেকে নয়নের মা সুফরানা বিবি নিখোঁজ। সেই সময় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল পরিবারের তরফে। তবে সম্প্রতি বড় ভাই কিসমত, নয়নের স্ত্রীর কাছ থেকে জানতে পারেন, তাঁর মা নিখোঁজ হয়নি। নয়নই নাকি মাকে খুন করে বাড়ির ভিতর পুঁতে রেখেছে। 

আরও পড়ুন : সবচেয়ে ধনী প্রিয়াঙ্কা, পিছিয়ে মমতা; কার কত সম্পত্তি?

কীভাবে জানতে পারলেন? 

কিসমতের দাবি, স্ত্রীর সঙ্গেও মাঝেমধ্যে অশান্তি হত নয়নের। কয়েকদিন আগে অশান্তি করে বাপের বাড়ি চলে যান তাঁর ভাইয়ের বউ। তখন তাঁকে আনতে যান তিনি। তখনই ভাসুরের কাছে নয়নের বউ আশঙ্কা প্রকাশ করেন, তাঁকেও খুন করে মাটিতে পুঁতে রাখবে তার স্বামী। 

সাইদুলের স্ত্রী এও দাবি করেন, তাঁর শাশুড়িকে একইভাবে নাকি খুন করেছে নয়ন। এরপরই কিসমত পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে অভিযুক্তকে। 

আরও পড়ুন : IND VS PAK ক্রিকেট ম্যাচ হবে? উত্তর দিলেন PCB চেয়ারম্যান রামিজ রাজা

স্থানীয় তৃণমূল নেতার দাবি

কিসমত তাঁর ভাইয়ের কু-কীর্তির কথা জানান স্থানীয় TMC নেতা শেখ জামালকে। তাঁর দাবি, সকালেই তিনি ঘটনা জানতে পেরে ডেকে পাঠান শেখ নয়নকে। তাঁর কাছে নয়ন খুনের কথা স্বীকার করে নেয়। জানায়, তার মা সুফরানা নিখোঁজ হয়নি। আড়াই- তিন বছর আগে সেই মাকে খুন করে ঘরে পুঁতে দেয়। মাথায় মুগুর মেরে প্রথমে খুন করে তারপর ঘরের ভিতর গর্ত করে সেখানে পুঁতে দেয়। 

Advertisement

এদিকে এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূক্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেখ নয়নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাকে গ্রেফতার করা হবে। তারপর কোর্টে তোলা হবে। 

পুলিশের এক কর্তা জানান, আজ হাটুদেওয়ান পিরতলার বাসিন্দা কিসমত আলি পিতা হিয়াত আলি থানায় এসে অভিযোগ করে, তার ভাই সহিদুল সেখ ওরফে নয়ন (৩২) প্রায় ২ বছর আগে তার মা সুকুরানা বিবিকে মেরে ওই ঘরেই মাটিতে পুঁতে রেখেছে। এই অভিযোগের ভিত্তিতে সহিদুল সেখকে আটক করে থানায় আনা হয়। কোর্টের অর্ডার নিয়ে আগামীকাল মাটি খুঁড়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে।

Advertisement