scorecardresearch
 
Advertisement
দেশ

দেশের প্রথম মহিলা CJI হতে পারেন নাগারাথনা, কে ইনি?

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 1/6

আগামী কয়েকবছরের মধ্যে দেশ পেতে পারে প্রথম মহিলা প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেশ কয়েকটি খালি পদ রয়েছে। সেই পদের জন্য কলেজিয়ামের তরফে কেন্দ্রের কাছে ৯ জন বিচারপতির নাম পাঠানো হয়েছে। 

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 2/6

আর সেই নামের তালিকায় রয়েছেন ৩ জন মহিলা বিচারপতি। তাঁদের মধ্যে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বিভি নাগারাথনা। যদি কেন্দ্র সরকার সম্মতি দেয়, তাহলে ২০২৭ সালে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। 

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 3/6

কলেজিয়ামের তরফে যে ৯ জনের নাম পাঠানো হয়েছে, তাঁরে হলেন-  তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, কর্ণাটক হাইকোর্টের বিভি নাগারাথনা, গুজরাত হাইকোর্টের বেলা ত্রিবেদী। কলেজিয়াম যে ৬ জন পুরুষ বিচারপতির নাম পাঠিয়েছেন তাঁরা হলেন, সিনিয়র অ্যাডভোকেট পিভি নরসিমা, কর্ণাটক হাইকোর্টের অভয় শ্রীনিবাস ওকা, গুজরাতের বিক্রম নাথ, কেরলেন সিটি রবিকুমার ও মাদ্রাসের এমএম সান্দরেশ। 

Advertisement
দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 4/6

একসপ্তাহ আগেই অবসর নিয়েছেন বিচারপতি রোহিনটন এফ নরিমান। তিনি দেশের পঞ্চম আইনজীবী ছিলেন যিনি শীর্ষ আদালতের বিচারপতি হয়েছিলেন। তাই পিভি নরসিমা-কে দেশের শীর্ষ আদালতে পাঠাতে চায় কলেজিয়াম। 

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 5/6

সুপ্রিম কোর্টে শেষবার ২০১৯ সালের সেপ্টেম্বরে কোনও বিচারপতির নিযুক্তি হয়েছিল। গত সপ্তাহে বিচারপতি রোহিনটন এফ নরিমানের অবসরের পর এখন শীর্ষ আদালতে ৯ বিচারপতির পদ খালি রয়েছে। 

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগারাথনা
  • 6/6

B. Venkataramiah Nagarathna- কর্ণাটক হাইকোর্টের এই মহিলা বিচারপতির জন্ম ১৯৬২ সালে। তাঁর বাবা  E.S. Venkataramiah- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। 

Advertisement