করোনার দ্বিতীয় ওয়েভে নাজেহাল অবস্থা মধ্যপ্রদেশেরও। প্রতিদিন দৈনিক সংক্রমণ রেকর্ড হারে হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে মৃত্যুর ঘটনা। আর এর মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং-এর মন্ত্রিসভার এক সদস্য।
মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিংহ পটেল বলেন, "সবাই করোনা থেকে রেহাই পেতে চাইছেন। কিন্তু করোনায় মৃত্যু কেউ আটকাতে পারবে না। বয়স হলে মৃত্যু হবেই।"
বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিং প্যাটেলকে। সেখানেই তিনি বলেন, ‘কেউ মৃত্যুকে আটকে রাখতে পারবে না। সবাই করোনাকে রুখতে সহযোগিতার কথা বলছেন। আপনি বলছেন, প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছেন। তাঁদের বয়স হয়েছে। তাঁদের মরতে তো হবেই।’
একই সঙ্গে মন্ত্রী জানান, করোনাকে কীভাবে রোখা যায়, সে বিষয়ে বিধানসভায় আলোচনা হয়েছে। তিনি জানান, মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।
রাজ্যে করোনা পরিস্থিতি দেখার জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্যাটেলকে দায়িত্ব দেন।বর্তমানেমধ্য প্রদেশে করোনা পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
মধ্যপ্রদেশের হাসপাতালগুলিতে ভীতিজনক ছবি প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, বিরোধীরা শিবরাজ সরকারের বিরুদ্ধে করোনায় মৃত্যুর পরিসংখ্যান গোপন করার অভিযোগও করছে।