শুক্রবার সামান্য স্থিতিশীল থাকার পর শনিবার ফের বাড়ল পেট্রোলের দাম যদিও ডিজেলের দাম শনিবার বাড়েনি। শুক্রবর থিতু থাকার পরে শনিবার রাজ্য পরিচালিত বিভিন্ন তেল কোম্পানিগুলো তাদের পেট্রোলের দাম বাড়িয়েছে।
পেট্রোলের দাম বেড়েছে গড়ে ৩০ পয়সা প্রতি লিটারে। যেখানে ডিজেলের দাম ঘরোয়া বাজারে বাড়েনি পেট্রোলের দাম বেড়ে ১০১.৮৪ টাকা হয়েছে দিল্লিতে। একই সময়ে দিল্লিতে ডিজেল বিক্রি হয়েছে ৯৭.৪৫ টাকায়।
পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে বালাঘাট, মধ্যপ্রদেশে। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১১২.৪০ টাকা। চেন্নাইতে শনিবার পেট্রোলের দাম ছিল ১০০,৫০ টাকা।
কলকাতায় শনিবার পেট্রোলের দাম বেড়েছে ৩৪ পয়সা। আপাতত পেট্রোল দাঁড়িয়ে আছে ১০২.৮ টাকায় পশ্চিমবঙ্গের রাজধানীতে।
অন্যদিকে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১৫ টাকা ২৫ পয়সা প্রতি লিটার। সেখানে ৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ফলে নিস্তার নেই কারও।
১৫ জুলাই এর পর থেকে পেট্রোল এর দাম বাড়লেও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। .তবে যে কোনও সময় সংস্থাগুলি দাম বাড়াতে পারে বলে আশঙ্কা।
বৃহস্পতিবার এক ধাক্কায় দাম বাড়ার পর শুক্রবার কোনও দাম বাড়েনি এই দুই পেট্রোপণ্যের। ফলে কিছুটা স্বস্তি ফিরলেও শনিবার ফের ৩১ পয়সা দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে।
দেশের বেশিরভাগ শহরেই এখন পেট্রোলের দাম ১০০ টাকার উপর। মে মাসের পর থেকেই জ্বালানির দাম বাড়ছে চড়চড়িয়ে।
পাশাপাশি এলপিজি গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম বেড়েছে এক লাফে। অর্থনৈতিক স্থিতি আনার জন্য জ্বালানির দাম কমানো উচিত বলে সব জায়গা থেকে দাবি উঠছে।