scorecardresearch
 
Advertisement
দেশ

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ সব শত্রু দেশ

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 1/8

সীমান্তে পাক-চিনা আগ্রাসনের মোকাবিলায় আরও শক্তি বাড়ছে ভারতেন। কারণ, রাশিয়া থেকে নির্ধারিত সময়ের আগেই আসছে S-400 Missile System।

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 2/8

এই সারফেস-টু-এয়ার S-400 মিসাইল সিস্টেম শত্রুপক্ষের বিমান, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। এক কথায় ভারতের আকাশ সীমায় যে কোনও রকম অনুপ্রবেশ ঠেকাতে অত্যন্ত কার্যকর এই S-400।

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 3/8

এটি সীমান্তে চিনা সেনাকে প্রতিহত করতে ভারতীয় বিমান বাহিনীকে সাহায্য করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই পঞ্জাব সীমান্তে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়ন করেছে ভারতীয় বায়ুসেনা।

Advertisement
S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 4/8

এবার রাশিয়া থেকে নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি পাওয়া গেলে ভারতের অন্যান্যপ্রান্তের আকাশসীমাও দ্রুত কড়া নিরাপত্তা বলয়ে সুরক্ষিত করা যাবে।

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 5/8

জানা গিয়েছে, রাশিয়া নির্ধারিত সময়ের আগেই ভারতে সারফেস-টু-এয়ার S-400 মিসাইল সিস্টেমের দ্বিতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু করছে।

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 6/8

এই মাসের শেষের দিকেই, S-400-এর ডেলিভারি সম্পন্ন হবে এবং তারপরে এটি দেশের কোনও সীমান্ত সুরক্ষায় মোতায়ন করা হবে। S-400 সিস্টেমের প্রথম স্কোয়াড্রন ২০২১ সালের ডিসেম্বরে ভারতে এসে পৌঁছায় তা পঞ্জাব সীমান্তে মোতায়েন করা হয়েছে।

S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ শত্রু দেশ
  • 7/8

ভারত ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ৫ কোটি ডলারের চুক্তি করে পাঁচটি S-400 সিস্টেম কিনেছে। ২০২২ সালের মধ্যে পাঁচটি S-400 সিস্টেম দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
S-400 Missile System: আগেভাগেই S-400 Missile System পাচ্ছে ভারত! তটস্থ চিন, পাকিস্তান
  • 8/8

S-400 সিস্টেমের পাঁচ-পাঁচটি ইউনিটই, ৪০ কিলমিটার থেকে ৪০০ কিলমিটারের মধ্যে থাকা যে কোনও শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। 

Advertisement