সীমান্তে পাক-চিনা আগ্রাসনের মোকাবিলায় আরও শক্তি বাড়ছে ভারতেন। কারণ, রাশিয়া থেকে নির্ধারিত সময়ের আগেই আসছে S-400 Missile System।
Amid #RussiaUkraineWar, Putin speeds up India weapon supplies, signals world with early delivery of S-400. @ShivAroor with more details. #ITVideo pic.twitter.com/UjT3up64Zg
— IndiaToday (@IndiaToday) April 15, 2022
এই সারফেস-টু-এয়ার S-400 মিসাইল সিস্টেম শত্রুপক্ষের বিমান, দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। এক কথায় ভারতের আকাশ সীমায় যে কোনও রকম অনুপ্রবেশ ঠেকাতে অত্যন্ত কার্যকর এই S-400।
এটি সীমান্তে চিনা সেনাকে প্রতিহত করতে ভারতীয় বিমান বাহিনীকে সাহায্য করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই পঞ্জাব সীমান্তে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়ন করেছে ভারতীয় বায়ুসেনা।
এবার রাশিয়া থেকে নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি পাওয়া গেলে ভারতের অন্যান্যপ্রান্তের আকাশসীমাও দ্রুত কড়া নিরাপত্তা বলয়ে সুরক্ষিত করা যাবে।
জানা গিয়েছে, রাশিয়া নির্ধারিত সময়ের আগেই ভারতে সারফেস-টু-এয়ার S-400 মিসাইল সিস্টেমের দ্বিতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু করছে।
এই মাসের শেষের দিকেই, S-400-এর ডেলিভারি সম্পন্ন হবে এবং তারপরে এটি দেশের কোনও সীমান্ত সুরক্ষায় মোতায়ন করা হবে। S-400 সিস্টেমের প্রথম স্কোয়াড্রন ২০২১ সালের ডিসেম্বরে ভারতে এসে পৌঁছায় তা পঞ্জাব সীমান্তে মোতায়েন করা হয়েছে।
ভারত ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ৫ কোটি ডলারের চুক্তি করে পাঁচটি S-400 সিস্টেম কিনেছে। ২০২২ সালের মধ্যে পাঁচটি S-400 সিস্টেম দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।