scorecardresearch
 
Advertisement
দেশ

Weather Update: বৃষ্টি চলবে নাকি ফের বাড়বে গরম? এক নজরে জেলাভিত্তিক পূর্বাভাস

মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি
  • 1/10

Weather Today: মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত সপ্তাহের তাপপ্রবাহের পর, বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও তাপমাত্রা অত্যাধিক বেশি হবে না, বিশ্লেষণ আবহাওয়াবিদদের। 

ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি
  • 2/10

মঙ্গলবার দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাঁকুড়াও যোগ হয়েছে
  • 3/10

এর পরেরদিন, বুধবারও এই জেলাগুলির জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার এর সঙ্গে বাঁকুড়াও যোগ হয়েছে।

Advertisement
 বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল
  • 4/10

১১ এপ্রিল, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হতে চলেছে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

আপাতত গরমের দাপট থেকে কিছুটা হলেও মুক্তি
  • 5/10

ফলে আপাতত গরমের দাপট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
 

 ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস
  • 6/10

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা প্রায় ৯ ডিগ্রি কম।

পশ্চিমের জেলা
  • 7/10

উল্লেখযোগ্য বিষয়টি হল, এর আগে শনিবারেও রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ ডিগ্রি-র কাছাকাছি ছিল।

Advertisement
স্বস্তির নিঃশ্বাস
  • 8/10

ফলে হঠাৎ তাপমাত্রা হ্রাসের কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই জেলার বাসিন্দারা। 

ঘূর্ণাবর্তের জের
  • 9/10

বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বৃদ্ধির সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গ
  • 10/10

উত্তরবঙ্গ: মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

Advertisement