scorecardresearch
 

মেটেনি সমস্য়া, দিল্লি BJP সভাপতির বাড়ির জলের সংযোগই কেটে দিল AAP!

তাঁর বাড়ির বাইরে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP)-র নেতাকর্মীরা। এ পর্যন্ত ঠিকই ঠিল। তবে বিক্ষোভের মাত্রা সীমা ছাড়ায়। আর তারপর ওই বিজেপি (BJP) নেতার বাড়ির জলের সংযোগ কেটে দেওয়া হল।

Advertisement
আপের প্রতিবাদ আপের প্রতিবাদ
হাইলাইটস
  • জল নিয়ে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্য়ে রাজধানীতে জোর লড়াই শুরু হয়েছে
  • সেখানে জলের সমস্য়া নতুন কিছু নয়
  • আর এ জন্য বিজেপিকে দায়ী করেছে তারা

জল নিয়ে আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP) এবং বিজেপির মধ্য়ে রাজধানীতে জোর লড়াই শুরু হয়েছে। সেখানে জলের সমস্য়া নতুন কিছু নয়। আর এ জন্য বিজেপিকে দায়ী করেছে তারা। শুধু দোষারোপ করে থামেনি আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP)। রবিবার দিল্লি বিজেপি (BJP) সভাপতি আদেশ গুপ্তার বাড়ির জলের লাইন কেটে দিল আপ।

এদিন তাঁর বাড়ির বাইরে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP)-র নেতাকর্মীরা। এ পর্যন্ত ঠিকই ঠিল। তবে বিক্ষোভের মাত্রা সীমা ছাড়ায়। আর তারপর ওই বিজেপি (BJP) নেতার বাড়ির জলের সংযোগ কেটে দেওয়া হল।

আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP) নেতা দুর্গেশ পাঠক জানান, গতকাল আমরা বিজেপিকে জলের সমস্যার ব্য়াপারে সমাধানের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। যদি বিজেপির দিল্লির সভাপতি আদেশ গুপ্তা এই সমস্যার সমাধান না করতে পারেন, তা হলে তাঁর বাড়ির জলের সংযোগ কেটে দেওয়া হবে। 

তাঁর দাবি, তবে এখনও পর্যন্ত বিজেপি কোনও পদক্ষেপ করেনি। আম আদমি পার্টি (Aam Aadmi Party বা AAP) নেতা জানিয়েছেন, দিল্লিতে এখন ১০০ এমজিডি জল কম আসছে।

আপের দাবি হরিয়ানা থেকে জল পাওয়া যাচ্ছে না
এমসিডি-র দুর্গেশ পাঠকের অভিযোগ, বিজেপি শাসিত হরিয়ানা সরকার দিল্লির প্রাপ্য কম করে ১০০ এমজিডি জল দিচ্ছে না। আর এর দেরে গত কয়েকদিন ধরে দিল্লিতে জলের সমস্যা দেখা দিয়েছে। 

তাঁর তোপ, বিজেপি নেতারা রাজনীতি করে আর সময় পাচ্ছেন না। বিজেপি নেতা ইচ্ছা করে নিজেদের ফায়দার জন্য দিল্লিতে জল আসা বন্ধ করে দিয়েছে।

দৈনিক ৯০০ এমজিডি জল কম
এদিন দুর্গেশ পাঠক আরও দাবি করেন, দিল্লিতে প্রতিদিন ১০০ এমজিডি করে জল কম পাচ্ছে। দিল্লিতে রোজ মোট ৯০০ এমজিডি করে জল কম পাওয়া যাচ্ছে। এর মধ্যে যদি ১০০ এমজিডি জল না পাওয়া যায়, তা হলে ১০ শতাংশ জল কম পাওয়া যাচ্ছে। ২ কোটি মানুষের মধ্যে যদি হিসাব করা হয়, তা হলে হরিয়ানার বিজেপি সরকার ২০ লক্ষ মানুষকে জল দেওয়া থেকে বঞ্চিত করছেন। 

Advertisement

বিজেপির পাল্টা
দিল্লির বিজেপি নেতা প্রবীণশঙ্কর কাপুর এ ব্য়াপারে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, আপ পরিবর্তনের রাজনীতির দাবি করে শাসন ক্ষমতায় এসেছে। তবে আজ প্যাটেল নগরে আপ নিজেদের রাজনীতির জিদ পুরো করতে পুরো ব্লকের জলের সংযোগ কেটে দিয়েছে।

 

Advertisement