scorecardresearch
 

CJI Chandrachud: 'দেশ এগিয়ে চলেছে', ৩ ফৌজদারি আইনের প্রশংসায় প্রধান বিচারপতি

দেশে নতুন তিন ফৌজদারি আইনের প্রশংসা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শনিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে,  ভারতে বিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাঁর মতে, নতুন আইনের প্রভাব পড়বে দেশের প্রতিটি নাগরিকের জীবনে। 

Advertisement
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
হাইলাইটস
  • দেশে নতুন তিন ফৌজদারি আইনের প্রশংসা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
  • র প্রধান বিচারপতি বলেছেন যে,  ভারতে বিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে।
  • তাঁর মতে, নতুন আইনের প্রভাব পড়বে দেশের প্রতিটি নাগরিকের জীবনে। 

দেশে নতুন তিন ফৌজদারি আইনের প্রশংসা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শনিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে,  ভারতে বিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাঁর মতে, নতুন আইনের প্রভাব পড়বে দেশের প্রতিটি নাগরিকের জীবনে। 

শনিবার একটি আলোচনাসভায় যোগ দেন প্রধান বিচারপতি। সেখানেই নতুন তিন ফৌজদারি আইনের তারিফ করেন তিনি। ওই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা। 

ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিন ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, 'সংসদ দ্বারা প্রবর্তিত ৩টি নতুন ফৌজদারি আইন আমাদের সমাজের জন্য বিরাট ব্যাপার। এটা স্পষ্ট যে, ভারত বদলাচ্ছে।' তাঁর সংযোজন, 'ভারত এগিয়ে চলেছে এবং আমাদের সমাজের ভবিষ্যতের জন্য যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা মোকাবিলা করার জন্য নতুন আইনের প্রয়োজন। নতুন এই আইনগুলি ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।'

আরও পড়ুন

অন্য দিকে, লোকসভা নির্বাচনের আবহে দেশের বিচারব্যবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন ২১ জন অবসরপ্রাপ্ত বিচারক এবং বিচারপতি। এই নিয়ে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি লিখলেন ওই অবসরপ্রাপ্তরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। বলা হয়েছে, 'কিছু গোষ্ঠীর দ্বারা ক্রমাগত চাপ, ভুল তথ্য দিয়ে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে বিচারব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে।' পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহু নেতা-মন্ত্রী জেলে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। বিচারপ্রক্রিয়া চলাকালীন ওই সব নেতা-মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন বিভিন্ন বিচারপতিরা। যার জেরে রাজনৈতিক দলের নেতাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কয়েকজন বিচারপতিকে। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতিকে অবসরপ্রাপ্ত বিচারকদের চিঠি আলাদা মাত্রা যোগ করেছে। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে অবসরপ্রাপ্ত বিচারকরা জানিয়েছেন, 'সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত লাভের কারণে বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।'
 

Advertisement

Advertisement