অগাস্টের প্রথম দিন বেশকিছু ক্ষেত্রে নাগরিকদের স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। বিমানের তেলের দাম কমলো। মূল্য হ্রাস হল কমার্শিয়াল সিলিন্ডারেরও। পাশাপাশি পাওয়া গিয়েছে বেকারত্বের হার কমার পরিসংখ্যান। বিক্রির দিক দিয়ে আবারও গতি পেয়েছে অটো সেক্টর (Auto Market)। দেশে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এই প্রতিটি জিনিসই ইতিবাচক সঙ্কেত বলে মনে করা হচ্ছে।
১. কমার্শিয়াল এলপিজি-র দাম কমেছে
আগাস্টের প্রথম দিনে ১৯ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের (LPG) দাম ৩৬ টাকা কমানো হয়েছে। মে মাসের পর চতুর্থবারের জন্য কমানো হলো কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম। একই সঙ্গে ডোমেস্টিক এলপিজির দামেও কোনও পরিবর্তন হয়নি। হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজির দাম বর্তমানে ১,৯৭৬.৫০ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মে মাস থেকে মোট ৩৭৭.৫০ টাকা কমেছে।
২. দম কমলো বিমানের জ্বালানির
১২ শতাংশ কমানো হয়েছে বিমানের জ্বালানির (ATF) দাম। ATF-এর ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় মূল্য হ্রাস। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় এই মূল্য হ্রাস হয়েছে।
৩. বেকারত্বের হার কমেছে
জুলাইতে কমেছে বেকারত্বের হারও। জুলাইয়ে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৬.৮০ শতাংশে। জুন মাসে এটি ছিল ৭.৮০ শতাংশ। বেকারত্বের এই হার গত ৬ মাসের মধ্যে সরচেয়ে কম। CMIE-এর তথ্য অনুযায়ী, ভাল বর্ষার কারণে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।
৪. গাড়ির বাজার উঠছে
করোনা মহামারীর পর গাড়ির বাজার চাঙ্গা শুরু করেছে। জুলাই মাসের পরিসংখ্যান বলছে অটো মার্কেটও উঠতে শুরু করেছে। টাটা মোটরস জুলাই মাসে মোট ৮১,৭৯০টি গাড়ি বিক্রি করেছে। বার্ষিক ভিত্তিতে টাটা মোটরসের মোট বিক্রিতে ৫১.১২ শতাংশ বৃদ্ধি এসেছে। মারুতি সুজুকির মোট বিক্রি চলতি বছরের জুলাইতে ৮.২৮ শতাংশ বেড়েছে। মারুতি সুজুকি জুলাই মাসে ১,৭৫,৯১৬টি গাড়ি বিক্রি করেছে। বার্ষিক ভিত্তিতে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ। মাহিন্দ্রা জুলাই মাসে ২৮,০৫৩ ইউনিট গাড়ি বিক্রি করেছে।
৫. বিদ্যুতের প্রয়োজন বেড়েছে
জুলাই মাসে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। সাধারণত বর্ষার বৃষ্টিতে বাড়িতে বিদ্যুৎ খরচ কম হয়। কৃষকরা জমিতে সেচের জন্য নলকূপের ব্যবহারও কমিয়ে দেন। জুলাই মাসে বার্ষিক ভিত্তিতে বিদ্যুতের ব্যবহার ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তা বেড়ে হয়েছে মোট ১২৮.৩৮ বিলিয়ন ইউনিট। বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রমও গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে বিদ্যুতের ব্যবহার ছিল ১২৩.৭২ বিলিয়ন ইউনিট। আর ২০২০ সালে জুলাই মাসে এর পরিমান ছিল ১১২.১৪ বিলিয়ন ইউনিট।
আরও পড়ুন - ওজন ঝরানো থেকে ত্বকের কোমলতা, জানুন সর্ষের তেলের ৭ উপকারিতা