scorecardresearch
 

World Corona Virus : বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ, ভারতে হানা দেবে Corona-র চতুর্থ ঢেউ?

World Corona virus : ভারতে করোনার তৃতীয় ঢেউ প্রায় শেষ। তবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। দেশে কি হানা দিতে পারে চতুর্থ ঢেউ?

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ভারতে করোনার তৃতীয় ঢেউ প্রায় শেষ
  • তবে বিশ্বজুড়ে নতুন করে বাড়ছে সংক্রমণ
  • তাহলে কি ভারতে চতুর্থ ঢেউ আসবে ?

বিশ্বজুড়ে আবারও দ্রুত বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৬.০৩ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬৮১৮ জন।

ভারতে, গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ৪,৫৭৫ জনের শরীরে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতে চতুর্থ ঢেউ আছড়ে পড়বে কি না। আর এলেও তা কতদিনের মধ্যে? আসুন দেখি ভাইরোলজিস্টরা এই বিষয়ে কী বলছেন? 

আরও পড়ুন : পরমাণু বোমায় সব ধ্বংস হলেও সেফ থাকবে এই জায়গাগুলো

ভারতে করোনার তৃতীয় ঢেউ প্রায় শেষ। তবে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। তবে ভাইরোলজিস্ট ডক্টর টি জ্যাকব জনের মতে, ভারতে করোনার চতুর্থ ঢেউ আসবে না। ভারতে নতুন কোনও ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া না গেলে চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা কম। 

জন (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের সেন্টার অফ অ্যাডভান্সড রিসার্চ ইন ভাইরোলজির প্রাক্তন ডিরেক্টর)-এর মতে, ভারতে করোনার তৃতীয় ঢেউ শেষ হয়ে গিয়েছে। 

ডঃ জন ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, এখন ভারতে প্রতিদিন করোনায় সংক্রমণের সংখ্যা কমতে থাকবে। 

আরও পড়ুন : দুর্দান্ত অফার! মাত্র ১ টাকায় বাড়িতে আনুন স্কুটি, অফার ১১ মার্চ পর্যন্ত

আসলে এখন এই দেশের মানুষ এন্ডেমিক স্টেজের সঙ্গে মানিয়ে নিয়েছে। এন্ডেমিক স্টেজ হল সেই স্টেজ যখন মানুষ ভাইরাসের সঙ্গে বাঁচতে শেখে। জনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অনেক ভাইরোলজিস্ট বলছেন যে করোনার তৃতীয় ঢেউ ভারতে আসবে না। উত্তরে জন জানান, ওমিক্রনের কারণে তৃতীয় ঢেউ আছড়ে পড়েছিল। 

 

Advertisement
Advertisement