scorecardresearch
 

হাতেখড়ির পরেই দিল্লির 'তলব' রাজ্যপালকে, ধনখড়-শাহর সঙ্গে বৈঠক ?

আজই বাংলায় হাতেখড়ি হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তা মেটার পরপরই কার্যত জরুরী তলব পেলেন দিল্লির। সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল হাতেখড়ি সেরে রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে তাঁর এই দিল্লি যাত্রা। তাঁর হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরেই এই সফর বলে দাবি বিজেপি শিবিরের অনেকের।

Advertisement
রাজ্যপাল। রাজ্যপাল।
হাইলাইটস
  • আজই বাংলায় হাতেখড়ি হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
  • তা মেটার পরপরই কার্যত জরুরী তলব পেলেন দিল্লির।

আজই বাংলায় হাতেখড়ি হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তা মেটার পরপরই কার্যত জরুরী তলব পেলেন দিল্লির। সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল হাতেখড়ি সেরে রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে তাঁর এই দিল্লি যাত্রা। তাঁর হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরেই এই সফর বলে দাবি বিজেপি শিবিরের অনেকের।

বিষয়টি নিয়ে ইতিমধ্যই জলঘোলা শুরু হয়েছে।  দিল্লিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যপাল বোস। এমনটাই শোনা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যপালের দিল্লি যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল।

এদিন হাতেখড়িকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও শাসকদলের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপির তথাগত রায় প্রমুখ। আজই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে বাংলায় কথাও বলেন রাজ্যপাল বোস।

রাজভবনে রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  যাচ্ছেন না, এবং কেন যাচ্ছেন না তার ব্যাখ্যা দেন। জানান, তাঁর অভিযোগ, রাজ্যপালের ‘ভালমানুষি’কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। তিনি এমনটাও জানান যে, জগদীপ ধনখড়ের পরে এমন এক জনকে রাজ্যপাল হিসাবে পেয়ে তিনি বেশ ‘হতাশ’। এ সব নিয়ে বিতর্কের মধ্যে রাজ্যপালের দিল্লি যাত্রা। 

তবে ঠিক কী কারণে রাজ্যপালকে এই তলব তা এখনও স্পষ্ট নয়। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে এদিনের অনুষ্ঠানের সমালোচনা শোনা যায় তাঁর মুখে। রাজ্য সরকারকে নানাভাবে কটাক্ষ করলেও রাজ্যপালের দিল্লি সফর নিয়ে তিনি খুব বেশি কিছু বলেননি। 

আরও পড়ুন-রাজ্যপালের হাতেখড়ি, লিখলেন অ-উচ্চারণ করলেন মা; হাততালি দিলেন মমতা

Advertisement

 

Advertisement