scorecardresearch
 

১ টাকার বিবাদ, দেড় বছর ধরে চলছে অর্থ ও স্বাস্থ্য দফতরের দড়ি টানাটানি

ম্যালেরিয়া, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে যেসব ওষুধ স্প্রে করা হয়, তার জন্য সংস্থাগুলিকে অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। পূর্ব MCD-র স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানান, স্প্রে করার ওষুধ কিনতে সংস্থাকে ৫,৫৩,০০০ টাকা দেওয়া হয়েছিল। পরে যখন কোম্পানির পক্ষ থেকে এমসিডিতে বিল আসে, তখন তাতে ১ টাকা কম অর্থাৎ ৫,৫২,৯৯৯ লেখা ছিল। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ১ টাকা নিয়ে বিবাদ অব্যাহত
  • সরকারের দুই দফতের মধ্যে
  • পূর্ব দিল্লি এমসিডি-র ঘটনা

১ টাকা নিয়ে সমস্যা, এও কি সম্ভব? আর যদি হয়ও, তাহলেও সেটা কথা বলে মিটিয়েও নেওয়া যায়। কিন্তু সরকারি ফাঁসে আটকে গেলে সেই সমস্যা অনেক সময় সময়েই সহজে সমাধান করা যায় না। আর তেমনই একটি ঘটনা ঘটেছে পূর্ব দিল্লি এমসিডি-তে। সেখানে স্বাস্থ্য এবং অ্যাকাউন্টস বিভাগের অধিকারিকরা ১ টাকার জন্য বিবাদে জড়িয়ে পড়েছেন। দেড় বছর পুরনো এই ঘটনার এখনও সমাধান হয়নি। 

ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে যেসব ওষুধ স্প্রে করা হয়, তার জন্য সংস্থাগুলিকে অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। পূর্ব MCD-র স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানান, স্প্রে করার ওষুধ কিনতে সংস্থাকে ৫,৫৩,০০০ টাকা দেওয়া হয়েছিল। পরে যখন কোম্পানির পক্ষ থেকে এমসিডিতে বিল আসে, তখন তাতে ১ টাকা কম অর্থাৎ ৫,৫২,৯৯৯ লেখা ছিল। 

ওই আধিকারিক এমসিডির অ্যাকাউন্ট শাখায় এক টাকা বেশি লেখা ওই বিল জমা দিলে আপাত্তি জানান অ্যাকাউন্ট বিভাগের কর্তার। এমনকি সরকারি লেন-দেনের কথা বলে সংস্থার থেকে ১ টাকা ফেরৎও চাওয়া হয়। 

স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এক টাকার কথা তারা বহুবার কোম্পানিকে বলেছে, কিন্তু কিছুই হয়নি। অন্যদিকে, অ্যাকাউন্ট শাখা চাইছে, হয় এমসিডি এক টাকা ফেরত দিক নয়ত বা অ্যাকাউন্টে আরটিজিএস করুক। কিন্তু এখন পর্যন্ত সেই ১ টাকার বিবাদের নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুনমাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral

 

Advertisement