৪৮ দিন পরে কমল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৫২,৭৩৪। এর আগে এপ্রিলের ১০ তারিখ দেশে করোনা আক্রান্ত হয়েছিল ১ লাখ ৫২ হাজার। অর্থাৎ প্রায় ৪৮ দিন পরে ফের কমল দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,১২৮ জনের। গোটা দেশে করোনায় সুস্থ হয়েছেন ২,৩৮,০২২।
কী অবস্থা গোটা দেশের ?
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ জটিল আকার নিয়েছিল গোটা দেশে। একসময়ে দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা হয়েছিল ৪ লাখের উপরে। পরে সেটা কমতে শুরু করে। বাকি রাজ্যগুলিতেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে সুস্থতার হার ৯১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮০, ৪৭, ৫৩৪। দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ২,৫৬,৯২,৩৪২। দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩,২৯,১০০ জনের। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২০,২৬,০৯২। দেশে মোট টিকাকরণ হয়েছে ২১,৩১,৫৪,১২৯ জনের।
আরও পড়ুন, রাজ্যে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতাও
রাজ্যের করোনা চিত্র
অন্যদিকে, রাজ্যেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লাখ ৬৬ হাজারের কিছুটা বেশি। মৃত্যু বেড়ে ১৫ হাজার ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৬৪২ জন। সুস্থতা হার ৯১.৯৩ শতাংশ। গোটা দেশের সঙ্গে বাংলাতেও একসময়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। যা ঘিরে ক্রমশ চিন্তার মেঘ দেখা গিয়েছিল। বাংলায় দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজারের আশাপাশে চলে গিয়েছিল। এখনও গোটা দেশের সঙ্গে বাংলাতেও কমছে দৈনিক করোনা আক্রান্তের হার। করোনার সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮২। মৃত্যু হয়েছে ৪৯ জনের। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮৩০। মারা গিয়েছেন ৩৩ জন।