খালিস্তানী সমর্থক তথা পলাতক অমৃতপাল সিংয়ের কয়েকজন সহযোগীকে অসমের জেলে রাখা হয়েছে। যার জেরে সরাসরি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হুমকি ক্ষুব্ধ খালিস্তানী সমর্থকদের। হুমকি বার্তা এসেছে গুরপতবন্ত সিং পান্নু নামে এক ব্যক্তির তরফে। গুরপতবন্ত সিং পান্নুর সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) এর সমর্থকেরা হিমন্ত বিশ্ব শর্মাকে খালিস্তান এবং অমৃতপাল ইস্যু থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন। হুমকিতে আরও বলা হয়েছে, খালিস্তান সমর্থকদের লড়াই ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাই অসমের মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়ে না ঢোকা এবং হিংসার শিকার না হওয়া।
১২ জন সাংবাদিকের কাছে ফোন এসেছে
হিমন্ত বিশ্ব শর্মাকে হুমকি দেওয়ার জন্য অসমের প্রায় ১২ জন সাংবাদিককে ফোন করা হয়। নিজেকে এসএফজে-র সদস্য হিসাবে দাবি করে, গুরপতবন্ত সিং পান্নুর তরফে হুমকি দেওয়া হয়। হুমকিতে বলা হয়েছে, 'অসমে বন্দি খালিস্তানী সমর্থকদের ওপর নির্যাতন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। খালিস্তানপন্থী শিখদের লড়াই ভারত সরকার ও মোদীর সঙ্গে। এমন যেন না হয় যে, শর্মা এই হিংসার শিকার হয়ে যান'।
এসএফজে থেকে ফোন
বিচ্ছিন্নতাবাদীদের তরফে আরও বলা হয়েছে যে, অসম সরকার যদি পঞ্জাব থেকে অসমে নিয়ে যাওয়া অমৃতপালের সমর্থকদের নিপীড়নের কথা চিন্তা করে, তবে এর জন্য দায়ী হবেন হিমন্ত বিশ্ব শর্মা। তাদের সংগঠন SFJ গণভোটের মাধ্যমে পাঞ্জাবকে আলাদা করার চেষ্টা করছে।
শিখ ফর জাস্টিস কী?
খালিস্তানের দাবিতে বেশকিছু সংগঠন গড়ে উঠেছে। তাদের মধ্যে রয়েছে শিখ ফর জাস্টিসও। এই সংস্থাটি ২০০৭ সালে আমেরিকায় গড়ে তোলা হয়। গুরপতবন্ত সিং পান্নু সংগঠনের সমস্ত কাজ দেখাশোনা করেন। এই সংগঠনের লক্ষ্য পঞ্জাবকে দেশ থেকে আলাদা করে খালিস্তান বানানো। খালিস্তান মানে খালসাদের দেশ। এই সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে অর্থ সাহায্য পায় বলেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন - 'ডাক্তারি নিয়ে বড় দুর্নীতি করেছেন', এবার জ্যোতি বসুকে নিশানা উদয়নের