scorecardresearch
 

রেজাল্টের আগেই রাহুলের ইঙ্গিতে সভাপতি খাড়গে, VIDEO VIRAL

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বলতে শোনা যায়, "আমি কংগ্রেস সভাপতির ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে পারি না, সেটি খাড়গেজি বলবেন। সভাপতি দলে আমার ভূমিকা নির্ধারণ করবেন।" আর রাহুল এই কথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই কংগ্রেসের সভাপতি নির্বাচতি হন খাড়গে। শশী থারুরকে পরাজিত করেন তিনি।

Advertisement
রাহুল গান্ধী (ছবি সূত্র - পিটিআই) রাহুল গান্ধী (ছবি সূত্র - পিটিআই)
হাইলাইটস
  • কংগ্রেসের সভাপতি নির্বাচন
  • ফলাফলের আগেই রাহুলের মুখে খাড়গের নাম
  • কী বললেন তিনি?

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশের (Congress President Election Result) আগেই কার্যত মুখ ফস্কে দলের নতুন সভাপতির নাম ঘোষণা করে ফেললেন রাহুল গান্ধী। দিল্লিতে যখন ভোটের ফলাফল গণনা চলছে, ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে দলের নয়া সভাপতি হিসেবে পরোক্ষে মল্লিকার্জুন খাড়গের নামই শোনা গেল রাহুল গান্ধীর মুখে। 

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বলতে শোনা যায়, "আমি কংগ্রেস সভাপতির ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে পারি না, সেটি খাড়গেজি বলবেন। সভাপতি দলে আমার ভূমিকা নির্ধারণ করবেন।" আর রাহুল এই কথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই কংগ্রেসের সভাপতি নির্বাচতি হন খাড়গে। শশী থারুরকে পরাজিত করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর আয়োজিত হয় কংগ্রেসের সভাপতি নির্বাচন। ৯,৩৮৫ ভোটের সিংহভাগই পেয়েছেন খাড়গে (Mallikarjun Kharge)। এবারে নির্বাচন বিভিন্ন দিক থেকেই বিশেষ। কারণ এবারের সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) জায়গায় আসছেন। সোনিয়াই হলেন কংগ্রেসের সবচেয়ে দীর্ঘমেয়াদী সভাপতি। ১৯৯৮ সাল থেকে দলের দায়িত্ব সামলেছেন তিনি। মাঝে শুধুমাত্র ২০১৭-২০১৯ পর্যন্ত দলের সভাপতি হন রাহুল গান্ধী। কংগ্রেসের এবারের নির্বাচনে বেনিয়মের অভিযোগও ওঠে। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি অবশ্য দাবি করেন নির্বাচন হয়েছে, "অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ"।

আরও পড়ুন - ঘুমিয়েও হু হু করে কমতে পারে ওজন, শুধু মানতে হবে এই ৩ নিয়ম

Advertisement

 

Advertisement