scorecardresearch
 

করোনা আক্রান্ত হলেন RSS প্রধান মোহন ভাগবত, ভর্তি হাসপাতালে

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রত্যেকদিনই আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। আর এরই মাঝে খবর পাওয়া গিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস বা RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত
হাইলাইটস
  • করোনায় আক্রান্ত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত
  • সঙ্ঘ এ ব্যাপারে টুইট করেছে
  • তাঁকে ভর্তি করা হয়েছে নাগপুরের এক হাসপাতালে

করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস বা RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সঙ্ঘ (RSS) এ ব্যাপারে টুইট করেছে। তাঁকে ভর্তি করা হয়েছে নাগপুরের এক হাসপাতালে।

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রত্যেকদিনই আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। আর এরই মাঝে খবর পাওয়া গিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস বা RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নাগপুরের এক হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আরএসএস (RSS) টুইট করে এ খবর জানিয়েছে।

আরএসএস (RSS)-এর করা টুইটে বলা হয়েছে, শুক্রবার দুপুরে মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে শুক্রবার দুপুরে মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর করনা পরীক্ষার ফল পড়েছে ওই রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে। জানা গিয়েছে, মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর ভাইরাল লোড তুলনামূলক কম রয়েছে। তাঁকে দেখছেন চিকিৎসকেরা। বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়করি তাঁর সুস্থতা কামনা করেছেন। তিনি একটি টুইট করেছেন। সেখানে নীতিন গাড়করি বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)-এর করোনা পজিটিভ হওয়ার খবর পেয়েছি। উনি দ্রুত সেরে উঠুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

Advertisement

দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে দেশে। আর তাই রোজি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে যাচ্ছে। যা প্রথম ঢেউয়ের সময় হয়নি।

এই বিষয়টি চিন্তায় রেখেছে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক, বিজ্ঞানীদের। তাঁরা মানুষকে আরও সচেতন হওয়ার কথা বলছেন। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় লকডাউন করা হয়েছে। অনেক জায়গায় কড়া বিধি চালু করা হয়েছে। তবে আশার কথা একটাই ইতিমধ্যে বাজারে চলে এসেছে করোনার টিকা এবং দেশের মানুষকে সেই টিকাদান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে।

 

Advertisement