গোত্র নিয়ে করা মন্তব্য়ের পর আক্রমণের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসিলমিন (All India Majlis-e Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিদ ওয়েইসি (Asaduddin Owaisi) তাঁর সমালোচনা করেন। তাঁকে কার্যত আরএসএস-এর হাতের পুতুল বলেছেন। সমালোচনা করেছে বিজেপিও।
এদিন টুইটে আসাদউদ্দিদ ওয়েইসি (Asaduddin Owaisi) তাঁকে কটাক্ষ করেন। সেখানে তিনি লিখেছেন, মমতার জগতে যাঁদের গোত্র নেই, তাঁরা হলেন হাতের পুতুল। আমরা নিজেদের কী ভাবব! তিনি এর আগে আরএসএস-কে দেশপ্রেমী বলেছিলেন। বাংলার পরিবর্তনের জন্য তাদের ১ শতাংশের সমর্তন চেয়েছিলেন।
In @MamataOfficial’s world everyone who’s gotra-less is stooge. How dare we think for ourselves?! She called RSS deshpremis & begged them for 1% support to change Bengal. She voted for BJP in 2002 in Lok Sabha when every decent human condemned Gujarat pogrom.Who’s the stooge? 1/2 https://t.co/zoeQfOHiTs
— Asaduddin Owaisi (@asadowaisi) March 31, 2021
তাঁর দাবি, তিনি ২০০২ সালে লোকসভায় বিজেপির হয়ে ভোট দিয়েছিলেন। যেখানে সবাই গুজরাত-কাণ্ডের নিন্দা করেছিলেন। তা হলে হাতের পুতুল কে?
আরও আক্রমণ করেছেন তিনি। আসাদউদ্দিদ ওয়েইসি (Asaduddin Owaisi)-র দাবি, বাংলার ৮০ শতাংশ মুসলিম মাসে ৫ হাজার টাকার কম আয় করেন। এর জন্য কি আমি দায়ী না আরএসএস-এর ১ শতাংশ সমর্থন?
অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসিলিমিন (All India Majlis-e Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিদ ওয়েইসি (Asaduddin Owaisi)-র আরও প্রশ্ন, ২৭ শতাংশ মুসলিম এবং ২২ শতাংশ দলিত কী করবেন? কারণ তাঁরা তো গোত্র-বর্ণমুক্ত। আপনি আমাদের শুধু দাস হিসেবে দেখতে চান। আপনি সেটাই দেখে অভ্যস্থ। আমরা স্বাধীন রাজনৈতিক স্বর চাই। কোনও গোত্র দেখতে চাই না।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর গোত্র নিয়ে মন্তব্যের জেরে এবার পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দলের নেতা মুক্তার আব্বাস নকভি তাঁর তুমুল সমালোচনা করেন। এদিন বলেন, যখন কেউ কাজে শূন্য আর পাঙ্গায় নায়ক হয়ে যায়, তখন এমন মন্তব্য করে।
তিনি আরও বিঁধেছেন। বলেন, তাই এখন তাঁদের গোত্র মনে পড়ছে। মমতা কখন নির্বাচন কমিশন কখনও বা আধা সামরিক বাহিনীকে নিশানা করেছে। মমতা নিজের শাসনকালে বাংলার জন্য কিছুই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি ও অপশাসনে পশ্চিমবঙ্গের জনগণ ক্ষুব্ধ।
মঙ্গলবার ছিল নন্দীগ্রামের শেষ প্রচার সভা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার গোত্র শান্ডিল্য। কিন্তু আমি সব সময় আমার গোত্র মা-মাটি-মানুষ হিসাবেই দিয়ে থাকি। আগামীকাল নন্দীগ্রামে নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বিপরীতে রয়েছেন শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের লড়াইয়ে এখন সবার নজরে রয়েছে।