scorecardresearch
 

কেন্দ্রীয় এজেন্সির 'অপব্যবহার'? বিরোধীদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

গত ২৪ মার্চ মামলাটির জরুরি শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "আমি ভবিষ্যতের জন্য নির্দেশিকা চাইছি। এটি সিবিআই এবং ইডি উভয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে ১৪টি দলের একটি অসাধারণ ঐক্য"। তিনি আরও বলেন ইডি ও সিবিআই-এর ৯৫ শতাংশ মামলা বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধে।

Advertisement
সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট
হাইলাইটস
  • শীর্ষ আদালতে ধাক্কা বিরোধীদের
  • মামলা খারিজ সর্বোচ্চ আদালতের
  • নির্দিষ্ট ঘটনা উল্লেখের নির্দেশ

শীর্ষ আদালতে ধাক্কা বিরোধী দলগুলির। কেন্দ্রীয় সংস্থাগুলির 'অপব্যবহার' নিয়ে ১৪টি বিরোধী দলের আবেদন গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আবেদনকারীদের একটি নির্দিষ্ট মামলার উল্লেখ করতে বলা হয়েছে। গত মাসে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সিবিআই (CBI) এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগে এনে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, বিআরএস এবং টিএমসি সহ মোট ১৪টি দল। 

গত ২৪ মার্চ মামলাটির জরুরি শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, "আমি ভবিষ্যতের জন্য নির্দেশিকা চাইছি। এটি সিবিআই এবং ইডি উভয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে ১৪টি দলের একটি অসাধারণ ঐক্য"। তিনি আরও বলেন ইডি ও সিবিআই-এর ৯৫ শতাংশ মামলা বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধে।

সিংভি ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর সিবিআই এবং ইডি-র দায়ের করা মামলার সংখ্যা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন। সেই সময় শীর্ষ আদালত আবেদনটি গ্রহণ করে এবং ৫ এপ্রিল শুনানির জন্য সম্মত হয়। কিন্তু বুধবার, সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাখ্যান করে এবং ১৪ বিরোধী দলকে একটি নির্দিষ্ট মামলার উদ্ধৃতি দেওয়ার কথা বলে। আদালত বলে এইভাবে অবাস্তব নির্দেশিকা নির্ধারণ করা সম্ভব নয়। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআই-এর মতো এজেন্সিগুলিকে দিয়ে তাদের চাপে রাখার চেষ্টা করছে বলে বারেবারেই অভিযোগ করে চলেছে বিরোধীরা। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এহেন অভিযোগ শোনা গিয়েছে বহুবার। কিন্তু শীর্ষ আদালতের এদিনের বক্তব্য বিরোধীদের ধাক্কা দেওয়ার পাশাপাশি বিজেপিকে বাড়তি কিছুটা অক্সিজেন দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।    

আরও পড়ুন - আরও এক ঢেউ? গত ২৪ ঘণ্টায় COVID কেস প্রায় সাড়ে ৪ হাজার

Advertisement

 

Advertisement