scorecardresearch
 

'ক্ষমা না চাইলে FIR করব', রাহুলকে চরম হুঁশিয়ারি সাভারকরের নাতির

বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, রাহুল সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তাহলে তিনি এফআইআর করবেন। সাভারকরের নাতি রঞ্জিত সাভারকরের অভিযোগ, যে আগেও রাহুল গান্ধী ও কংগ্রেস দল বীর সাভারকারকে অসম্মান করেছে। এটা দুঃখজনক যে ক্ষমা চাওয়ার পরিবর্তে, রাহুল একই ঘটনার পুনরাবৃত্তি করে চলেছেন। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিয়েছেন।
  • তাঁর হুঁশিয়ারি, রাহুল সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তাহলে তিনি এফআইআর করবেন।

বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুমকি দিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, রাহুল সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তাহলে তিনি এফআইআর করবেন। সাভারকরের নাতি রঞ্জিত সাভারকরের অভিযোগ, যে আগেও রাহুল গান্ধী ও কংগ্রেস দল বীর সাভারকারকে অসম্মান করেছে। এটা দুঃখজনক যে ক্ষমা চাওয়ার পরিবর্তে, রাহুল একই ঘটনার পুনরাবৃত্তি করে চলেছেন। 

রঞ্জিত বলেন, 'আমি উদ্ধব ঠাকরেকে তার জোটের অংশীদার, বিশেষ করে রাহুল গান্ধীকে সাভারকারকে অসম্মান করার জন্য ক্ষমা চাইতে বলেছিলাম। উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কংগ্রেসের একটি মুখপত্র বীর সাভারকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিল কিন্তু তিনি কিছুই করেননি।'

তিনি আরও বলেন, 'আমি ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে দাদর থানায় দুটি অভিযোগ দায়ের করেছি। পাঁচ বছর আগে, তিনি সাভারকরকে 'দেশদ্রোহী' বলেছিলেন। আদালত পুলিশ স্টেশনকে রাহুল গান্ধীকে এই বিষয়ে নোটিশ পাঠাতে বলেছে এবং আমি আমি দেখছি, তাঁরা কী করেন। দ্বিতীয় মামলাটি ছিল ভারত জোড়ো যাত্রায় সাভারকারের বিরুদ্ধে রাহুলের বক্তব্যের পরে। এবারও আমি একটি অভিযোগ করব। আমাদের এই সমস্যাটি নিষ্পত্তি করতে হবে যাতে সাভারকারের নাম বারবার বদনাম না হয়। কারণ ব্রিটিশদের কাছে সাভারকর ক্ষমা চেয়েছিলেন, এমন কোনো প্রমাণ নেই।'

উল্লেখ্য, ২৫ মার্চ রাহুল গান্ধী দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে  মোদী পদবি বিতর্কে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বলেন, 'আমার নাম সাভারকার নয়, আমার নাম গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চায় না।'

সাভারকারের নাতি সোমবার রাহুল গান্ধীকে সাভারকারের ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়ার প্রমাণ দেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন। রাহুল গান্ধীর সাভারকরের মন্তব্যের জবাবে রঞ্জিত সাভারকর বলেছেন, প্রাক্তন সাংসদ যা করছেন তা "শিশুসুলভ"।

Advertisement

রাহুল গান্ধী ব্রিটিশদের কাছে সাভারকারের ক্ষমা চাওয়া নিয়ে  গত বছরের নভেম্বরে তার ভারত জোড়ো যাত্রার সময়ও বলেছিলেন। দাবি করেছিলেন যে, সাভারকর আন্দামান সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য করুণার আবেদন লিখতেন এবং ব্রিটিশ রাজ থেকে পেনশনও নিতেন। এমনকি সাভারকর স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের সাহায্য করেছিলেন।

আরও পড়ুন-ছাড়তে হবে সরকারি বাংলোও, উচ্ছেদ নোটিশ রাহুলকে

 

Advertisement