কৃষকরা ফসল ফলায়। অথচ তাঁদের অধিকারই প্রতিষ্ঠিত নয় এই সমাজে। এই অভিযোগ অনেকেই করেন। এবার তাই হচ্ছে পুজোর থিম। পিকনিক গার্ডেন ৩৯ পল্লি পুজোকমিটি। উদ্যোক্তারা জানান, নতুন প্রযুক্তির দরজা সীমিত বা বন্ধ করা হচ্ছে, যা পরিবেশের উপর চাপ বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কৃষকদের ফসল বাড়ানোর সম্ভাবনাকেও হ্রাস করছে। ভারতীয় কৃষিব্যবস্থা হলে বৃহত্তর বেসরকারি ক্ষেত্র। কিন্তু কৃষক দারিদ্র্য এবং আইনি নানা জটিলতায় আবদ্ধ থাকার ফলে বাকি নাগরিকদেরও স্বাধীনতা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। সেই থিমকেই তুলে ধরা হবে এবারের থিমে।