scorecardresearch
 

Palmistry: হাতে এই রেখা থাকলেই ডিভোর্স, জড়াতে পারেন পরকীয়ায়, জানুন

কার ভাগ্যে কী রয়েছে, তা তাঁর হাত দেখে আন্দাজ করা যেতে পারে। হস্তরেখাবিদ্যা অনুযায়ী যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়। আমাদের হাতে বিভিন্ন রেখা রয়েছে। একেকটি রেখার একেক রকম তাৎপর্য রয়েছে। আমাদের জীবন কোন খাতে বইবে, তা হাতের রেখা দেখে খানিকটা টের পাওয়া যায়। 

Advertisement
হাতে এই রেখা থাকলে বিচ্ছেদ হতে পারে, জানুন। হাতে এই রেখা থাকলে বিচ্ছেদ হতে পারে, জানুন।
হাইলাইটস
  • হস্তরেখাবিদ্যা অনুযায়ী যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়।
  • একেকটি রেখার একেক রকম তাৎপর্য রয়েছে।
  • কারও হাতের রেখা ভাল হলে কপাল খুলে যায়।

কার ভাগ্যে কী রয়েছে, তা তাঁর হাত দেখে আন্দাজ করা যেতে পারে। হস্তরেখাবিদ্যা অনুযায়ী যে কারও ভবিষ্যদ্বাণী করা যায়। আমাদের হাতে বিভিন্ন রেখা রয়েছে। একেকটি রেখার একেক রকম তাৎপর্য রয়েছে। আমাদের জীবন কোন খাতে বইবে, তা হাতের রেখা দেখে খানিকটা টের পাওয়া যায়। 

সুখী ঘর সকলেই চান। কিন্তু জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি ঘিরে ধরে, যখন সংসারে টালমাটাল চলে। সঠিক মনের মানুষের সঙ্গে ঘর না বাঁধলে জীবন ছারখার হতে পারে। তাই লাখ কথার আগে বিয়ে নয়। তবে অনেক সময়ই দীর্ঘ বৈবাহিক জীবনেও নেমে আসে বিচ্ছেদের কালো মেঘ। যার ফলে ঘর ভাঙে। আবার অনেকেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। যার ফলে ঘর ভাঙে। জানেন, হাতের রেখার জন্যও ডিভোর্স হতে পারে। হ্যাঁ, হাতে এই রেখা থাকলে পরকীয়ায় লিপ্ত হতে পারেন। 

অনেকেই জ্যোতিষীর কাছে হাত দেখান। হাতের বিভিন্ন রেখা বিশ্লেষণ করে কোনও ব্যক্তির ভবিষ্যদ্বাণী করা যায়। হাতের রেখার তাই আলাদা তাৎপর্য রয়েছে। কারও হাতের রেখা ভাল হলে কপাল খুলে যায়। কারও আবার হাতের রেখা খারাপ হলে বিপাকে পড়তে পারেন। তবে হাতের রেখা দেখে বৈবাহিত জীবন সম্পর্কেও আন্দাজ করা যায়। 

আরও পড়ুন

হাতের এই রেখা থাকলেই বিচ্ছেদ

* হস্তরেখা বিদ্যা অনুযায়ী, পুরুষদের ডান হাতে যদি বিয়ের রেখা থেকে আরও ২টি রেখা বেরোয়, তা হলে তাঁর দাম্পত্য জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে। এমন রেখা থাকলে বিয়ে বেশিদিন টেকে না। 

* যাঁদের হাতে দু-মুখো বিয়ের রেখা রয়েছে, তাঁরা সম্পর্কে বিশ্বাসী হন না। পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন তাঁরা। একাধিক সম্পর্কে জড়ানোর কারণে জীবনে অশান্তি হতে পারে।

Advertisement

* যাঁদের হাতে বিয়ের রেখা থেকে আরও একটি রেখা বেরোয়, তাঁরা সাধারণত একাধিক বার বিয়ে করেন। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কারণে আবার বিয়ে করেন। তবে এই জাতকদের দ্বিতীয় বিয়েও সুখের হয় না। 


 

TAGS:
Advertisement