scorecardresearch
 

জন্মাষ্টমীতে গোপালের কৃপা পেতে অবশ্যই এভাবে করুন পুজো

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমীর (Janmashtami) পবিত্র উৎসব পালিত হয়। বাস্তু অনুসারে, এই শুভ দিনে নাড়ু গোপালের আশীর্বাদ পেতে বিশেষ কিছু কাজ করতে পারেন। এর ফলে সংসারে সুখ শান্তি এবং বৈভব বজায় থাকতে পারে। বাস্তুশাস্ত্রে জন্মাষ্টমী সংক্রান্ত কিছু সহজ প্রতিকার দেওয়া হয়েছে, সেগুলো অবলম্বন করলে জীবন সুখী হতে পারে। আসুন জেনে নিই তাদের সম্পর্কে।

Advertisement
জন্মাষ্টমীতে গোপালের কৃপা পেতে অবশ্যই এভাবে করুন পুজো জন্মাষ্টমীতে গোপালের কৃপা পেতে অবশ্যই এভাবে করুন পুজো

Janmashtami 2022: ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমীর (Janmashtami) পবিত্র উৎসব পালিত হয়। বাস্তু অনুসারে, এই শুভ দিনে নাড়ু গোপালের আশীর্বাদ পেতে বিশেষ কিছু কাজ করতে পারেন। এর ফলে সংসারে সুখ শান্তি এবং বৈভব বজায় থাকতে পারে। বাস্তুশাস্ত্রে জন্মাষ্টমী সংক্রান্ত কিছু সহজ প্রতিকার দেওয়া হয়েছে, সেগুলো অবলম্বন করলে জীবন সুখী হতে পারে। আসুন জেনে নিই তাদের সম্পর্কে।


যে ঘরে কাঠের বাঁশি থাকে সেখানে সর্বদা শ্রীকৃষ্ণের কৃপা থাকে। জন্মাষ্টমীর দিন ঘরে বাঁশি আনা শুভ বলে মনে করা হয়। এই দিন একটি বাঁশি এনে রাতের পূজায়শ্রীকৃষ্ণকে নিবেদন করুন।

দ্বিতীয় দিন বাড়ির পূর্ব দেওয়ালে তির্যকভাবে বাঁশি রাখুন। এতে ঘরে উপস্থিত বাস্তু দোষ দূর হয়।

বাড়ির মূল প্রবেশদ্বারে বাঁশের বাঁশি ঝোলানো শুভ বলে মনে করা হয়। অফিস বা দোকানের প্রধান প্রবেশদ্বারে দুটি বাঁশি রাখলে কাজে অগ্রগতি হয়।

দাম্পত্য জীবনে ফাটল দেখা দিলে দুটি বাঁশি নিয়ে লাল সুতো বা ফিতা দিয়ে বেঁধে ঘরে রাখুন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।

ময়ূরের পালকও শ্রীকৃষ্ণের খুব প্রিয়। ঘরে ময়ূরের পালক রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারের পরিবেশ ইতিবাচক থাকে। শিশু জেদি হলে তার বইয়ে ময়ূরের পালক রাখুন।

সন্তান লাভের জন্য ঘরে বাঁশি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করুন। জন্মাষ্টমীর দিনেও শঙ্খ ও শালগ্রাম শিলাও প্রতিষ্ঠা করা যায়।

ভগবান শ্রীকৃষ্ণের অলঙ্করণে প্রচুর ফুল ব্যবহার করুন। চন্দন দিয়ে হলুদ রঙের কাপড় পরান। পূজায় কালো রং ব্যবহার করবেন না।

ভগবান শ্রীকৃষ্ণকে বৈজয়ন্তী ফুল অর্পণ করুন। ঈশ্বরের উপাসনায় রক্ষা সূত্র অর্পণ করুন। প্রভুকে হলুদ ফল নিবেদন করুন। বিশেষ করে শ্রীকৃষ্ণের পূজায় পঞ্চামৃত নিবেদন করুন।

Advertisement

তুলসী পাতা নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বজায় থাকে। জন্মাষ্টমীতে, আপনাকে অবশ্যই প্রভুকে মাখন মিছরি নিবেদন করতে হবে। জন্মাষ্টমীতে কৃষ্ণকে হলুদ বস্ত্র নিবেদন করুন এবং পরে তা ব্রাহ্মণকে দান করুন।


** এই প্রতিবেদন সার্বিক ধর্ম বিশ্বাস অনুযায়ী লেখা। আজতক বাংলা এই তথ্য যাচাই করেনি।

 

Advertisement