scorecardresearch
 

Mohini Ekadashi 2022 : মোহিনী একাদশীতে ৪ বছর পর এই শুভ যোগ, জানুন পুজোর নিয়ম

মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজো করার নিয়ম রয়েছে। ভগবান বিষ্ণু অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করতে সমুদ্র মন্থন করার পর এই রূপ ধারণ করেন। মোহিনী একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে বহু যজ্ঞ করার পুণ্য লাভ হয়। অজান্তে করা পাপের প্রায়শ্চিত্তের জন্যও এই সময়টি খুব শুভ।

Advertisement
মোহিনী একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা হয় মোহিনী একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়
হাইলাইটস
  • মোহিনী একাদশী ১২ মে
  • এই করা হয় ভগবান বিষ্ণুর পুজো
  • এবছর তৈরি হচ্ছে বিশেষ যোগ

বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে মোহিনী একাদশী বলা হয়। চার বছর পর মোহিনী একাদশীতে এবার একটি শুভ যোগও তৈরি হচ্ছে। এবার বৈশাখ মাসের একাদশী পড়ছে ১২ মে বৃহস্পতিবার। ভগবান বিষ্ণুকে বৈশাখ, একাদশী ও বৃহস্পতিবার, এই তিনটিরই অধিপতি ধরা হয়। এর আগে এই শুভ যোগটি হয়েছিল ২০১৮ সালের ২৬ এপ্রিল। এই ধরনের যোগ ফের তৈরি হবে ৮ মে ২০২৫। 

একাদশী এবার বিশেষ কেন?
এ বছর বৈশাখ একাদশীতে সূর্য ও চন্দ্রের নক্ষত্র থেকে রবি যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি উত্তরফাল্গুনী নক্ষত্র থেকে মাতঙ্গ ও হর্ষন নামক শুভ যোগও তৈরি হবে। একাদশীতে এমনটা খুবই কম দেখা যায়। এই বিরল ঘটনায় একাদশীর পুজোর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এই সময়ে, ধনসম্পদ বৃদ্ধির চেষ্টা সম্পূর্ণরূপে সফল হয় বলে অনেকের বিশ্বাস। ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বহু গুণ পুণ্য লাভ হয়।

মোহিনী একাদশীর পুজো
মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পুজো করার নিয়ম রয়েছে। ভগবান বিষ্ণু অসুরদের হাত থেকে অমৃত রক্ষা করতে সমুদ্র মন্থন করার পর এই রূপ ধারণ করেন। মোহিনী একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে বহু যজ্ঞ করার পুণ্য লাভ হয়। অজান্তে করা পাপের প্রায়শ্চিত্তের জন্যও এই সময়টি খুব শুভ।

শুভ মুহূর্ত 
বৈশাখ মাসের একাদশী তিথি ১১ মে বুধবার সন্ধ্যা ৭টা ৩১ মিনিট থেকে শুরু হয়ে ১২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে যে কোনও শুভ সময়ে ভগবান বিষ্ণু বা তাঁর অবতারদের পুজো করা যেতে পারে। 

আরও পড়ুন২২ বছরের দাম্পত্য ভেঙে যেদিন দ্বিতীয় বিয়ে করেন হিমেশ, কেন ডিভোর্স?

Advertisement

 

Advertisement