আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এ কথা সকলেই জানেন যে শ্রাবণ মাসের সঙ্গে ভগবান শিবের গভীর সম্পর্ক রয়েছে। তাই সারা মাস জুড়ে শিব ভক্তরা আরাধনায় মেতে ওঠেন। তবে সোমবার শিবের আরাধনা করলে ভগবান শিব প্রসন্ন হন। তাই শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ রীতি সারা ভারতে প্রচলিত রয়েছে।
পুরাণ অনুযায়ী মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই তাঁকে সন্তুষ্ট করতে তাঁর ভক্তরা কোনও ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালেন শিব ভক্তরা। এই মাসে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তাঁদের জীবনের সংকট বিষের মতো নিজের মধ্যে ধারণ করে মুক্তি দেন জরা এবং সমস্যা থেকে। তাই শ্রাবণ মাসের হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে।
পুরাণে কথিত রয়েছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন করেছিলেন দেবতা এবং অসুর। সেই সময় ভগবান শিব মন্থন থেকে ওঠা হলাহল বিষ পান করে ধারণ করেছিলেন কণ্ঠে। বিষের তীব্রতায় তাঁর কণ্ঠ নীল হয়ে যায় বলেই, শিবের আরেক নাম 'নীলকণ্ঠ'। সেই সময় দেবী পার্বতী তাঁর স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা নিবারণ করেছিলেন। এই ভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাঁকে 'সৃষ্টির রক্ষাকর্তা' বলা হয়।
শ্রাবণ মাসে মোট ৫টি সোমবার রয়েছে
* ১৯ জুলাই ২০২১ - প্রথম সোমবার
* ২৬ জুলাই ২০২১- দ্বিতীয় সোমবার
* ২ অগস্ট ২০২১- তৃতীয় সোমবার
* ৯ অগস্ট ২০২১ - চতুর্থ সোমবার
* ১৬ অগস্ট ২০২১ - পঞ্চম সোমবার
শ্রাবণ মাসে পুজোর নিয়ম
* শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভাল। উপবাস না করতে পারলে এদিন নিরামিষ খেতে হয়।
* ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল, বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনও রকম বিপদ-আপদ আসবে না৷
* 'শ্রাবণ' শব্দের উৎস হয়েছে 'শ্রবণ' থেকে। তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস।
* প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ।
* যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাস তাঁদের জন্য সবচেয়ে ভাল সময়।
* এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়।
* শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে।
* শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায়।
* ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।
শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলেবাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাঁদের সুখ- সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয়।