জ্যোতিষ ও বাস্তু মতে সপ্তাহের প্রতিটা দিনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র বলছে, এমন কিছু কাজ আছে যা সপ্তাহের নির্দিষ্ট দিনে করা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। ফলে বাড়িতে আসে সুখ সমৃদ্ধি। জীবনে উন্নতি হয়। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক, দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে শুক্রবার কী কী করা উচিত।
ধনদেবীর আরাধনা
প্রতি শুক্রবার সকালে স্নান সেরে সাদা কাপড় পরুন। তারপর মন্দিরে বা ঠাকুর ঘরে দেবী লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে পদ্মফুল দিয়ে তাঁর পুজো করুন। এমনটা করলে জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যায়।
দেবী লক্ষ্মীকে এগুলি নিবেদন করুন
চিরকাল দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাঁকে শঙ্খ, পদ্ম, মাখন, বাতাসা ইত্যাদি নিবেদন করুন। তাতে ঘরে কখনওই খাবার ও অর্থের অভাব হবে না।
লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন
শুধু পুজোই নয়, প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে ভোগও নিবেদন করুন। এর ফলে অর্থ এবং খাদ্য সম্পর্কিত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। মনে রাখবেন, সাদা রঙ দেবীর পছন্দের। তাই সাদা ভোগ নিবেদন করলে দেবী বেশি খুশি হবেন।
বেডরুমে রাখুন রাধা-কৃষ্ণের ছবি
বাড়িতে ঝগড়া অশান্তি হলে দেবী লক্ষ্মীর বসবাস হয় না। এক্ষেত্রে যে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে, শুক্রবার তাঁদের বেডরুমে রাধা-কৃষ্ণ বা প্রেমরত একজোড়া পাখির ছবি লাগানো উচিৎ। তাতে পরিবারের অশান্তি মিটে যাবে।
অবিবাহিত কন্যাদের খাওয়ান
শুক্রবার ৩ জন অবিবাহিত মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করে ক্ষীর খাওয়ান এবং তাঁদের ইচ্ছানুযায়ী উপহার দিন। এছাড়াও তাঁদের হলুদ কাপড় দিয়ে বিদায় জানান। তাতে দেবী লক্ষ্মীর অসীম কৃপা বর্ষণ হবে।
দরিদ্রদের দান করুন
শুক্রবারে কাউকে সাহায্য করা এবং সাদা কোনও জিনিস কিংবা কাপড় দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এদিন এইগুলি করলে দেবী লক্ষ্মী খুশি হন ও ভক্তকে দু'হাত ভরে আশীর্বাদ করেন।
সিন্দুক ও আলমারিতে ফুল রাখুন
শুক্রবার টাকা পয়সা রাখার জায়গায়, অর্থাৎ সিন্দুক বা আলমারিতে একটি পদ্ম ফুল রাখতে পারেন। ১ মাস ধরে সেখানে ফুলটি রাখুন। তারপর আবার সেই জায়গায় নতুন ফুল রাখুন। এতে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবে।
মুখে দই দিয়ে শুভ কাজে যান
শুক্রবার যদি কোনও শুভ কাজে বাড়ি থেকে বের হন তাহলে অবশ্যই দই খেয়ে বেরোবেন। তাতে কাজে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে
আরও পড়ুন - জানুয়ারিতে একাধিক গ্রহের গোচর-মার্গী, ৪ রাশির বড় ক্ষতির সম্ভাবনা