বাস্তুশাস্ত্র অনুসারে, টাকাপয়সা যদি সঠিক জায়গায় এবং সঠিকভাবে রাখা না হয়, তাহলে তা আর্থিক ক্ষতি এবং অধিক ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুশাস্ত্রে সব কিছুই নির্দিষ্ট জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি দিকের নিজস্ব তাৎপর্য রয়েছে। তাই দিক অনুযায়ী জিনিস না রাখলে তার নেতিবাচক বা বিপরীত ফল দেখা যায়।
বাস্তুশাস্ত্রে অর্থ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। মনে করা হয়, টাকাপয়সা নিরাপদ এবং সঠিকভাবে না রাখলে ব্যক্তিকে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। একদিকে যেমন আর্থিক অবস্থার অবনতি হতে থাকে, অন্যদিকে তেমনই বাড়ি থেকে হারিয়ে যায় সচ্ছলতা, বাড়তে থাকে ঋণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে কোন দিকে রাখা উচিত অর্থ।
ভুলেও এই দিকে রাখবেন না টাকা
বাড়িতে এমন অনেক জায়গা আছে যেখানে টাকা রাখলে অর্থের ক্ষতি হয়। সেগুলির মধ্যে একটি হল দক্ষিণ-পূর্ব দিক। এই দিকে টাকা রাখলে খরচ বাড়ে। এছাড়া, আয়ের ওপরেও নেতিবাচক প্রভাব পড়ে। সেই সঙ্গে বাড়তে থাকে ঋণ। একইভাবে বাড়ির পশ্চিম দিকে অর্থ রাখাও অশুভ হিসেবে ধরা হয়। মনে করা হয়, কেউ বাড়ির পশ্চিম দিকে টাকা বা গয়না রাখলে আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এই দিকে নিরাপদে রাখুন রাখুন
বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির উত্তর দিকটি টাকাপয়সা বা গয়না রাখার জন্য সবচেয়ে আদর্শ। কারণ এই দিকেই কুবের দেবের বাস। তাই এই দিকে টাকা রাখলে অর্থের বৃদ্ধি হয়। ঘরে সমৃদ্ধি আসে।
আরও পড়ুন - এইদিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ, ভারতে দেখা যাব?