Savan 2022: ১৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে ভগবান শিবের তাঁর ভক্তদের উপর বিশেষ আশীর্বাদ রয়েছে। জ্যোতিষ মতে, শ্রাবণ মাস এমন একটি মাস যাতে কিছু চারা রোপণ করা একজন ব্যক্তির সৌভাগ্য বয়ে আনতে পারে। আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন গাছ লাগালে আমাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে।
বেল গাছ
ভগবান শিবের ভক্তরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করেন। বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। বাস্তু মতে এই গাছটি ঘরে লাগালে বাস্তু দোষ দূর হয়। যে বাড়িতে বেল গাছ থাকে সেখানে কখনই অর্থের অভাব হয় না। এমন জায়গায় মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে।
তুলসি গাছ
শ্রাবণ মাসে বাড়ির উঠোনে তুলসির চারা রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসে তুলসির চারা রোপণ করাও শুভ বলে মনে করা হয়। বাড়ির সুখ-সমৃদ্ধির জন্য নিয়মিত তুলসি গাছের পুজো করুন।
কলা গাছ
শ্রাবণ মাসের একাদশীতে বাড়ির পিছনে একটি কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এটি কখনই বাড়ির সামনে রাখা উচিত নয়। দাম্পত্য জীবনের সমস্যা দূর করতে নিয়মিত কলা গাছে জল দিন।
শমী গাছ
শ্রাবণ মাসের শনিবারে শমী গাছ লাগাতে পারেন। বাড়ির প্রধান দরজার বাম দিকে এটি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। কথিত আছে বিজয়াদশমীর দিন শমী গাছের পুজো করলে অর্থের অভাব হয় না।
পিপুল গাছ
শ্রাবণ মাসেও একটি পিপুল গাছ লাগাতে পারেন। প্রতিদিন জল দিলে এবং প্রদক্ষিণ করলে শিশুদের দোষ বা সমস্যা দূর হয়। শনিবার সন্ধ্যায় পিপুলের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে আপনার পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়।
** এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে।