scorecardresearch
 
Advertisement

VIDEO: মাটির হাঁড়িতে পরিবেশবান্ধব দুর্গা

VIDEO: মাটির হাঁড়িতে পরিবেশবান্ধব দুর্গা

দেবী দুর্গার মূর্তি অনেক রকম ভাবেই বানান শিল্পীরা। কখনও পাথরের, কখনও ধাতুর, আবার কখনও মৃণ্ময়ী রূপে। মায়ের মৃন্ময়ী মূর্তি সঙ্গেই যেন বেশি পরিচিত আমরা। এবার তেমনই এক মৃন্ময়ী মূর্তি, তবে একটু ভিন্ন আঙ্গিকে বানিয়ে তাক লাগালেন এক শিল্পী। মাটির হাঁড়ি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন তিনি। দুবরাজপুর স্পোর্টস্‌ এসোসিয়েশনের দুর্গাপুজোর প্যাণ্ডেলের পাশে প্রদর্শনীর জন্য নিজ হাতে এই দুর্গা প্রতিমা গড়লেন দুবরাজপুর লালবাজারের বাসিন্দা শিল্পী তন্ময় সূত্রধর। শিল্পী জানান,পরিবেশ বান্ধব হিসেবে মাটির হাঁড়ি দিয়ে তৈরি করেছেন মা দুর্গার এই প্রতিমা।

An artist from Dubrajpur made a Durga Idol with Clay Pot

Advertisement